Narmi Kaesay Paida Karen?

Book Name:Narmi Kaesay Paida Karen?

() অন্তরের কঠোরতার ক্ষতির ব্যাপারে চিন্তা ভাবনা করুন!

    অন্তরের কঠোরতার ভয়াবহতা হলো যে, তাদের মাঝে নসীহতের কথা প্রভাব বিস্তার করে না, অন্তর নেকীর প্রতি ধাবিত হয় না, অন্তরের কঠোরতার কারণে বান্দা আল্লাহ পাকের অসন্তুষ্টি এবং তাঁর পক্ষ থেকে লানত (অর্থাৎ রহমত থেকে দুরত্ব) এর অধিকারী হয়ে যায়

    আমিরুল মুমিনীন হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, রাসূলে আকরাম, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আমার উম্মতের দয়ালু লোকদের নিকট মঙ্গল কামনা করো, তাদের পাশে থাকো এবং কঠোর লোকদের থেকে মঙ্গল কামনা করো না, কেননা তাদের উপর লানত অবতীর্ণ হয় (মুস্তাদরিক, কিতাবুর রিকাক, /৪৫৮, হাদিস- ৭৯৭৮)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

হাঁটার সুন্নাত আদব

প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে ত্বরিকত, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী যিয়ায়ী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা "১৬৩ মাদানী ফুল" থেকে হাঁটার সুন্নাত আদব শুনি: * ১৫তম পারা, সূরা বনী ইসরাঈলের ৩৭ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:

وَ لَا تَمْشِ فِی الْاَرْضِ مَرَحًاۚ-اِنَّكَ لَنْ تَخْرِقَ الْاَرْضَ وَ لَنْ تَبْلُغَ الْجِبَالَ طُوْلًا(۳۷)

(পারা ১৫, সূরা বনী ইসরাঈল, আয়াত ৩৭)

কানযুল ঈমানের অনুবাদ: এবং ভূপৃষ্ঠে অহংকার করে বিচরণ করোনা  নিশ্চয় কখনো তুমি ভূ-পৃষ্ঠকে বিদীর্ণ করতে পারবে না এবং কখনো উচ্চতার মধ্যে পর্বত -প্রমাণ হতে পারবে না

    * আল্লাহ পাকের রহমত হয়ে পৃথিবীতে আগমনকারী নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: এক ব্যক্তি দুটি চাদর জড়িয়ে