Book Name:Narmi Kaesay Paida Karen?
شَآءَ الله আমাদের কথার প্রভাবও বিস্তার করবে এবং আমরা যাকে উপদেশ দিচ্ছি, সে আমাদের কথা মনযোগ সহকারে শুনে আমল করার চেষ্টা করবে। কুরআনে করীমে আল্লাহ পাক নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অন্তরের নম্রতাকে আপন রহমত হিসেবে ঘোষণা করে দিয়েছেন। যেমনটি
৪র্থ পারার সূরা আলে ইমরানের ১৫৯ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:
فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْۚ-
(পারা ৪, সূরা আলে ইমরান, ১৫৯)
কানযুল ঈমানের অনুবাদ: অতঃপর কেমনই আল্লাহর কিছু দয়া হয়েছে যে, হে মাহবুব! আপনি তাদের জন্য কোমল-হৃদয় হয়েছেন।
এই আয়াতে রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্দর চরিত্রের শিষ্টাচার (Manners) বর্ণনা করা হচ্ছে, অতএব ইরশাদ করেন: হে হাবীব! আল্লাহ পাকের আপনার প্রতি কীরূপ দয়া যে, তিনি আপনাকে নম্র অন্তর, স্নেহবান এবং দয়া ও অনুগ্রহকারী বানিয়েছেন এবং আপনার স্বভাবে এত বেশি দয়া ও অনুগ্রহ সৃষ্টি করেছেন যে, উহুদের যুদ্ধের দিনেও আপনি রাগ প্রকাশ করেননি, অথচ আপনি সেদিন অনেক বেশি কষ্ট পেয়েছিলেন এবং যদি আপনি কড়া মেজাজের হতেন এবং মানুষের সাথে মেলামেশায় কঠোরতা অবলম্বন করতেন তবে মানুষ আপনার থেকে দূরত্ব বজায় রাখতো। হে হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আপনি তাদের ভুল ক্ষমা করে দিয়েছেন এবং তাদের জন্য মাগফিরাতের দোয়া করেছেন, যাতে আপনার সুপারিশে আল্লাহ পাকও তাদের ক্ষমা করে দেন। (সীরাতুল জিনান, ২/৮০)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد