Din Raat kaise Guzarain

Book Name:Din Raat kaise Guzarain

আগমন ঘটছে, আহ! সেইদিন প্রচন্ড বেদনার, নিশ্চয় তিনিই সত্যিকার সৃষ্টিকর্তা, যিনি তাঁর সৃষ্টির জন্য মৃত্যুর ফয়সালা করেছেন, অতঃপর তিনি পারা ২৯ সূরা মুলকের এই আয়াতে করীমা তিলাওয়াত করলেন:

الَّذِیْ خَلَقَ الْمَوْتَ وَ الْحَیٰوةَ لِیَبْلُوَكُمْ اَیُّكُمْ اَحْسَنُ عَمَلًاؕ- 

(পারা ২৯, সূরা মূলক, আয়াত )

কানযুল ঈমানের অনুবাদ: তিনি, যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন, যাতে তোমাদের পরীক্ষা হয়ে যায়- তোমাদের মধ্যে কার কর্ম অধিক উত্তম

এটা পড়ার পর তিনি একটি শেষ নিশ্বাস নিলেন এবং দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন (মওসুআতু ইবনে আবীদ দুনিয়া, কিতাব; কালামুল লাইলি ওয়াল আইয়াম, /৩৩৭)

বুদ্ধিমান কে...?

আল্লাহ পাকের সর্বশেষ নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَلْکَیِّسُ مَنْ دَانَ نَفْسَہٗ وَ عَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ অর্থাৎ বুদ্ধিমান হলো সেই, যে নিজের আমল যাচাই করলো এবং মৃত্যুর পরের (জীবনের) জন্য আমল করলো

(তিরমিযী, আবওয়াবু সিফাতুল কিয়ামাতি ওয়ার রাকাইক ওয়াল ওয়ারা, ৫৮৩ পৃষ্ঠা, হাদিস-২৪৫৯)

দিন রাতের শিডিউল কিভাবে বানাবে...?

্রিয় ইসলামী ভাইয়েরা! বাস্তবতা হলো-আমাদের প্রতিটি নিশ্বাস মূল্যবান, প্রতিটি মুহুর্ত অমূল্য (Precious), বুদ্ধিমান সেই, যে নিজের দিন ও রাত খুবই সতর্কতার সহিত, চিন্তাভাবনা করে নেকীতে অতিবাহিত করে। আল্লাহ পাক আামদেরকে আখিরাতের চিন্তা নসীব করুক আমাদের উচিৎ যে, আমাদের দিন ও রাতের শিডিউল বানানো, যাতে দুনিয়ার জায়িয ও জরুরী কাজও থাকবে আর এর পাশাপাশি দিন ও রাতের একটি বড় অংশ আখিরাতের