Book Name:Din Raat kaise Guzarain
বয়ান শোনার নিয়্যত
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দিনরাতের শিডিউল
হযরত মিসআর বিন কিদাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি ইমামে আযম আবু হানিফা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মসজিদে উপস্থিত হলাম, আমি দেখলাম যে, ফজরের নামায আদায় করার পর তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মানুষদের সারা দিন ইলমে দ্বীন পড়াতে থাকেন, এই সময়ে শুধুমাত্র নামাযের বিরতি (Prayer Breaks) হয়েছিলো। এশার নামাযের পর তিনি নিজের বাড়িতে তাশরীফ নিয়ে গেলেন। সামান্য কিছুক্ষণ পর সাদা পোশাক পরিধান করে প্রচুর আতর (Perfume) লাগিয়ে পরিবেশ সুবাশিত করে, নিজের নূরানী চেহারা আলোকিত করে মসজিদের কোণায় নফল নামাযে মশগুল হয়ে গেলেন, এক পর্যায়ে সুবহে সাদিক হয়ে গেলো, এবার বাড়িতে তাশরীফ নিয়ে গেলেন আর পোশাক পরিবর্তন করে ফিরে এলেন এবং ফজরের নামায জামাআত সহকারে আদায় করার পর আগের দিনের ন্যায় এশা পর্যন্ত পাঠদানের (Teaching) ধারাবাহিকতা বজায় ছিলো। আমি ভাবলাম হয়তো তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ