Book Name:Din Raat kaise Guzarain
নিশ্চয় যখন থেকে তোমরা জন্মগ্রহণ করেছো, তোমাদের জীবন ধারাবাহিকভাবে কমে যাচ্ছে।
(মাওসুআতু ইবনে আবীদ দুনিয়া, কিতাব: কালামুল লিয়ালী ওয়াল আইয়াম, ৪/৩৩৬)
মুমিনের উপদেশ
হযরত আব্দুল্লাহ ইবনে সুমাইত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি আমার সম্মানিত পিতাকে বলতে শুনেছি: মুমিন বান্দা নিজেকে এভাবে বুঝায়: হে নফস! এটা হলো দুনিয়াবী ও নশ্বর জীবন (Mortal Life) শুধুমাত্র তিনদিনেরই, একদিন অতিবাহিত হয়ে গেছে, দ্বিতীয় দিন যা অতিবাহিত হচ্ছে, মনে করো যে, ব্যস এটাও অতিবাহিত হয়ে গেলো আর তৃতীয়দিন আসার দিন হলো আগামীকাল আর তা হলো শূন্য আশা (Hollow Hope), যা হয়তো তুমি নাও পেতে পারো, ধরো যদি তুমি কাল পর্যন্ত বেঁচে থাকো তবে কালকের দিন তোমার রিযিক (Sustenance) জানিনা কত লোকের জন্য মৃত্যুর বার্তা নিয়ে আসে, হয়তো তুমিও এতে শামিল থাকবে, যারা মৃত্যুর বার্তা পাবে। অতঃপর যদি আরো জীবন পাও, তবে তোমার দুর্বলতা অন্তরে দরিদ্রতা, অসুস্থতা এবং আপদের দুঃখ ভর করে থাকবে, যখন তোমার এতকিছু দুনিয়াবী দুঃখ থাকবে তবে তোমার অন্তর আখিরাতের চিন্তায় কিভাবে মনযোগী হবে? মনে রাখবে! সর্বাবস্থায় অতিবাহিত হওয়া দিন তোমার বয়স কমিয়ে যাচ্ছে, কিন্তু তোমার কোন পরোয়া নেই, ঐ ব্যক্তি আখিরাতের জন্য কী প্রস্তুতি নিবে, যার দুনিয়াবী চাহিদাই পূরণ হয়না? কতইনা মূর্খ ঐ মুসলমান, যার বিশ্বাস রয়েছে যে, দুনিয়া নশ্বর, আখিরাত (Hereafter) অবিনশ্বর, তবুও অবিনশ্বর জীবন ছেড়ে নশ্বর জীবনকে উন্নত করার বেদনায় ব্যথিত থাকে। (উয়ুনুল হিকায়াত, ৩৬৪ পৃষ্ঠা)
প্রিয় ইসলামী ভাইয়েরা! কথাতো একেবারেই সত্য, আমাদেরকে দুনিয়াবী চিন্তা এমনভাবে আকঁড়ে রয়েছে যে,