Din Raat kaise Guzarain

Book Name:Din Raat kaise Guzarain

আয়োজন সহকারে নামায পড়ার পদ্ধতি

* যখন ঘর বা দোকান থেকে বের হবেন, তখন ভাল ভাল নিয়ত (Intentions) করুন! যেমন; পথে যিকির দরূদ পড়তে পড়তে যাবো, মুসলমানদেরকে সালাম করবো, দৃষ্টিকে নত রাখবো, হাঁটার সুন্নাতের প্রতি খেয়াল রেখে হাঁটবো ইত্যাদি * এবার এই নিয়তগুলোর উপর আমল করে মসজিদে যান! * এবার মসজিদে পৌঁছে যদি সময় থাকে তবে তাহিয়্যাতুল মসজিদ এবং তাহিয়্যাতুল ওযুর নফল নামায পড়ে নিন! (কিন্তু মনে রাখবেন! এই নফল ফজর মাগরীবের আযানের পর পড়া যাবে না) * অথবা চাইলে তবে সুন্নাতে কবলিয়াতেই (অর্থাৎ ফরযের পূর্বের সুন্নাত) তাহিয়্যাতুল অযু তাহিয়্যাতুল মসজিনের নিয়ত করে নিন! * এবার জামাআতের অপেক্ষা করবেন, বিশ্বাস করুন! নামাযের অপেক্ষায় বসে থাকাও উপকারী

প্রত্যেক নামাযের পর ৪টি কাজ করুন!

ইমাম গাজ্জালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: প্রত্যেক নামাযের পর ৪টি কাজ করা উচিৎ: () তিলাওয়াত করুন () যিকির আযকার করুন () চিন্তাভাবনা করুন () দোয়া প্রার্থনা করুন (ইহইয়াউল উলুম, কিতাব: তারতীবুল আওরাদ, /৪৪৭)

দি আপনার সময় থাকে তবে দিন আর যদি সময় কম হয় তবুও সমস্যা নাই, এই চারটি কাজ মিনিটেও করা যায়, যেমন; শুধুমাত্র আয়াতের তিলাওয়াত করে নিন, এভাবে তিলাওয়াত করলে হয়তো এক মিনিট লাগবে, সংক্ষিপ্ত অযিফা পাঠ করে নিন, তাসবীহে ফাতিমা পাঠ করে নিন বা আপনার পীর সাহেবের পক্ষ থেকে প্রদানকৃত অযিফা রয়েছে এক থেকে দেড় মিনিটে তা পাঠ করে নিন, অতঃপর শুধু এক মিনিটের জন্য চোখ বন্ধ করে কবর আখিরাত, মৃত্যু, কিয়ামতের দিন উঠা, আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়ার কল্পনা করে নিন!