Din Raat kaise Guzarain

Book Name:Din Raat kaise Guzarain

জীবনের প্রস্তুতি নেয়ার জন্যই আল্লাহ পাক কুরআনে করীমে ইরশাদ করেন:

وَ جَعَلْنَا الَّیْلَ وَ النَّهَارَ اٰیَتَیْنِ فَمَحَوْنَاۤ اٰیَةَ الَّیْلِ وَ جَعَلْنَاۤ اٰیَةَ النَّهَارِ مُبْصِرَةً لِّتَبْتَغُوْا فَضْلًا مِّنْ رَّبِّكُمْ

(পারা ১৫, বনী ইসরাঈল, আয়াত ১২)

কানযুল ঈমানের অনুবাদ: এবং আমি রাত দিনকে দুটি নিদর্শন করেছি; সুতরাং রাতের নিদর্শনকে স্তিমিত রেখেছি এবং দিনের নিদর্শনকে প্রদর্শনকারী, যাতে আপন রবের অনুগ্রহ সন্ধান করো

এই আয়াত থেকে জানা গেলো; রাত দিন আল্লাহ পাকের ২টি নিদর্শন, আল্লাহ পাক রাতের নিদর্শনকে অন্ধকার বানিয়েছেন যে, এতে সকল কিছু গোপন হয়ে যায় আর দিনকে আলোকিত বানিয়েছেন, কেন বানিয়েছেন? এই জন্য যাতে তোমরা আপন রবের অনুগ্রহ অনুসন্ধান করো! হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এই আয়াতে মুবারাকায় যেই অনুগ্রহ অনুসন্ধানের আদেশ রয়েছে, তা হলো সাওয়াব মাগফিরাতের (ইহইয়াউল উলুম, কিতাব: তারতিবুল আউরাদ, /৪৩৮)

যেন বলা হচ্ছে! আমি রাতকেও আমার কুদরতের নিদর্শন (Sign) বানিয়েছি, দিনকেও আপন কুদরতের নিদর্শন বানিয়েছি, কেন? যাতে তোমরা দিনরাত নেকী করো, জান্নাতে নিয়ে যাওয়ার আমলের মাধ্যমে আখিরাতের মহান সাওয়াব আল্লাহ পাকের মাগফিরাত অনুসন্ধান করতে থাকো... !!

াহাবীয়ে রাসূল হযরত আবু দারদা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: হে আদম সন্তান! জমিনকে নিজের পা দ্বারা পদদলিত করে নাও! অতিশীঘ্রই তোমরা এর ভেতর নেমে যাবে। হে আদম সন্তান! তোমাদের জীবন কি? এই দিনগুলোরই তো সমষ্টি। যখন একদিন অতিবাহিত হয়ে যায়, তোমাদের জীবনের একটি অংশ কমে যায়,