Book Name:Din Raat kaise Guzarain
ইমাম আহমদ রযা খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নামায হলো প্রথম শরীয়ত। (ফতোয়ায়ে রযবীয়া, ৫/৮৩) অর্থাৎ প্রিয় আক্বা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপর যখন প্রথম অহী অবতীর্ণ হয়েছে, এরপর সর্বপ্রথম ফরয ইবাদত যার নির্দেশ দেয়া হয়েছে, তা হলো নামায।
হাদিসে পাকে রয়েছে: আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: নামায দ্বীনের স্তম্ভ (Pillar), কাজেই যে এটি ছেড়ে দিলো তার কোন দ্বীন নেই। (শুয়াবুল ঈমান, বাবু ফিস সালাত, ৩/৩৯, হাদিস-২৮০৭)
আল্লাহ পাক আমাদেরকে নামায কাযা করার গুনাহ থেকে নিরাপদ রাখুন।
(২) নামাযের সময়সূচী অনুসারে অতিবাহিত করুন!
দিন রাত কিভাবে অতিবাহিত করবেন? এ সম্পর্কীত দ্বিতীয় মাদানী ফুল হলো: নামায পড়তে যত সময় লাগে, এই সময় পুরোপুরি আয়োজন সহকারে, পূর্ণ প্লানিং (Planning) সহকারে অতিবাহিত করুন! আমরা যখন নামাযের জন্য ঘর বা দোকান থেকে বের হবো, তখন থেকে শুরু করে ঘরে বা দোকানে ফিরে আসা পর্যন্ত কমপক্ষে ১৫ থেকে ২০ মিনিট বা আধাঘন্টা লেগে যাবে। এই যে ১৫ থেকে ২০ মিনিট, এটি পূর্ণ প্লানিং সহকারে অতিবাহিত করা উচিত।
নামায পুরো আয়োজন (Pre-arrangement) সহকারে পড়ুন। এই ১৫ থেকে ২০ মিনিট বা আধাঘন্টা আমরা নামাযের জন্য বের করছি, এটাও আমাদের জীবনের অংশ বরং হিসেবে এটি জীবনের সবচেয়ে মূল্যবান অংশ, কেননা তখন আমরা আমাদের আল্লাহ পাকের নিকট উপস্থিত থাকি, তাই এই সময়টি পরিপূর্ণ ধ্যানের সহিত অতিবাহিত করা উচিৎ।