Din Raat kaise Guzarain

Book Name:Din Raat kaise Guzarain

বাবরী চুল মাথার চুলের অবশিষ্ট সুন্নাত আদব

    * সুন্নাত হলো, যদি মাথায় চুল থাকে তাহলে মাঝখানে সিঁথি করা (প্রাগুক্ত) * আজকাল কাঁচি বা মেশিনের সাহায্যে চুলকে বিশেষ স্টাইলে কেটে কোথাও বড় আবার কোথাও ছোট করে দেওয়া হয়, এমন চুল রাখা সুন্নাত নয় * নিচের ঠোঁট থুতনির মাঝে যে কয়েকটি চুল থাকে, তার আশপাশের চুল মুণ্ডানো বা উপড়ানো বিদআত (ফাতোওয়ায়ে হিন্দিয়া, /৩৫৮) * দাড়ি বা মাথায় মেহেদি লাগিয়ে ঘুমানো উচিত নয় একজন চিকিৎসকের মতে, এভাবে মেহেদি লাগিয়ে ঘুমালে মাথা ইত্যাদির গরম চোখে নেমে আসে যা দৃষ্টিশক্তির জন্য ক্ষতিকর * মেহেদি ব্যবহারকারীর গোঁফ, নিচের ঠোঁট এবং দাড়ির রেখার প্রান্তের সাদা চুল কয়েক দিনের মধ্যেই দৃশ্যমান হতে শুরু করে, যা দেখতে ভালো লাগে না সুতরাং, যদি বারবার পুরো দাড়ি রাঙানো সম্ভব নাও হয়, তবে চেষ্টা করে প্রতি চার দিন পর পর অন্তত যেসব জায়গায় সাদা চুল দেখা যায়, সেখানে অল্প অল্প মেহেদি লাগানো উচিত (শরহুস সুদূর, ১৫২ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

সুরমা লাগানোর সময়কার দোয়া

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী সুরমা লাগানোর সময়কার দোয়ামুখস্ত করানো হবে দোয়াটি হলো:

اَللّٰھُمَّ مَتِّعْنِیْ بِالسَّمْعِ وَالْبَصَر

অনুবাদ: ইলাহী! আমাকে দেখা শুনা দ্বারা উপকৃত করো (খযিনায়ে রহমত, ১২৫ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد