Book Name:Din Raat kaise Guzarain
প্রত্যেক দিন এই আহ্বান করে...!!
ইমাম ইবনে আবীদ দুনিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: প্রত্যেক দিন এই আহ্বান করে: (হে লোকেরা! আমি হলাম নতুন দিন আর আমি হলাম তোমাদের স্বাক্ষী, হে আদম সন্তান! আমি আর ফিরে আসবো না। অতএব আজ নেক আমল করে নাও...!! অনুরূপভাবে প্রত্যেক নতুন রাত এটা বলে: হে আদম সন্তান! আজ রাতে নেক আমল করে নাও! আমি আর কখনো ফিরে আসবো না।(মওসুআতু ইবনে আবীদ দুনিয়া, কিতাব; কালামুল লাইলি ওয়াল আয়াম, ৪/৩৩৩)
দিন ও রাত হলো ভান্ডার
ওলীয়ে কামিল হযরত মালিক বিন দিনার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: নিশ্চয় এই দিন ও রাত ২টি ধনভান্ডার, ব্যস ভাবুন যে, এই ধনভান্ডার কোথায় ব্যয় (Spend) করছেন?
(মওসুআতু ইবনে আবীদ দুনিয়া, কিতাব; কালামুল লাইলি ওয়াল আয়াম, ৪/৩৩৬)
দিন ও রাত হলো দুটি মেহমান
ইমাম হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হে আদম সন্তান! এই দিন ও রাত তোমাদের নিকট হলো মেহমান, অতিশীঘ্রই তা তোমার প্রশংসা (Praise) করে বা তোমাকে গালমন্দ করে বিদায় নিয়ে যাবে।
(মওসুআতু ইবনে আবীদ দুনিয়া, কিতাব; কালামুল লাইলি ওয়াল আয়াম, ৪/৩৩৬)
আহ! আমার জীবনের একটি দিন কমে গেলো
হযরত মুফাযযাল বিন ইউনুস رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মুবারক অভ্যাস ছিলো: যখন রাত হতো তখন বলতেন: আহ! আমার জীবনের একটি দিন কমে (Minus) গেলো। যখন সকাল হতো তখন বলতেন: আহ! আমার জীবনের একটি রাত কমে গেলো। যখন তাঁর শেষ সময় এলো তখন তিনি কাঁদতে লাগলেন, অতঃপর বললেন: আমি জানি যে, আমার উপর আপদেপূর্ণ দিনের