Book Name:Din Raat kaise Guzarain
গেলে মুবারক কাঁধকে ঝুমঝুম করে চুম্বন করত। (আল-শামাইল আল-মুহাম্মাদিয়াহ, পৃ. ৩৪, ৩৫, ১৮) * হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আজমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: পুরুষের জন্য মহিলাদের মতো চুল বাড়ানো জায়েজ নয়। কিছু সুফি লম্বা লম্বা জটা রাখে যা তাদের বুকে সাপের মতো দোলে, এবং কিছু পুরুষ বেণী করে বা খোঁপা (অর্থাৎ মহিলাদের মতো চুল একত্রিত করে ঘাড়ের দিকে গিঁট) বাঁধে, এসবই নাজায়েজ কাজ এবং শরীয়ত পরিপন্থী। (বাহারে শরীয়ত, ৩/৫৮৭) * ছোট মেয়ে শিশুদের চুলও পুরুষালী স্টাইলে কাটাবেন না, শৈশব থেকেই তাদের লম্বা চুল রাখার মানসিকতা তৈরি করুন।
বাবরী চুল ও মাথার চুলের অবশিষ্ট সুন্নাত ও আদব তরবিয়্যতী হালকায় বয়ান করা হবে অতএব এগুলো জানতে তরবিয়্যতী হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে
ইসলামীর
সাপ্তাহিক
ইজতিমায়
পঠিত
৬টি দরূদ
শরীফ ও
২টি দোয়া
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন।
(আফযালুস সালাওয়াতি আ’লা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)