Book Name:Din Raat kaise Guzarain
ফেরেশতাদের এই পরিবর্তন ফজর ও আসরের নামাযের সময় হয়ে থাকে এবং যারা এই দু’টি নামায আদায় করে তাদের এই উপকারিতা (Benefit) অর্জিত হয় যে, ফেরেশতা পরিবর্তনের সময় তারা নামায অবস্থায় থাকে, যেমনটি হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত যে, প্রিয় আক্বা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: রাত ও দিনের ফেরেশতা তোমাদের মাঝে পালাক্রমে আসতে থাকে আর ফজরের নামায ও আসরের নামাযে একত্র হয়। অতঃপর যারা তোমাদের নিকট আসে যখন তারা উপরে উঠে যায় তখন তাদের রব তাদেরকে জিজ্ঞাসা করে, অথচ তিনি ভালই জানেন যে, তোমরা আমার বান্দাকে কোন অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা আরয করে: আমরা যখন তাদেরকে রেখে এসেছি তখন তারা নামায পড়ছিলো এবং যখন আমরা তাদের নিকট গেলাম তখনও তারা নামায পড়ছিলো। (বুখারী, কিতাব: মাওয়াকিয়াতুস সালাত, ২০৫ পৃষ্ঠা, হাদিস-৫৫৫)
(৪) রাতের কিয়ামকে আবশ্যক করে নিন!
হে আশিকানে রাসূল! আমরা দিন রাত কিভাবে অতিবাহিত করবো? এ সম্পর্কে চতুর্থ মাদানী ফুল হলো: রাতে ঘুমানোর পূর্বে কমপক্ষে এক ঘন্টা এমনভাবে নির্ধারণ করুন, যাতে শুধু ইবাদতই হবে আর কোন কাজ থাকবে না। চেষ্টা করে এই এক ঘন্টায় পূর্ণ আয়োজন সহকারে ইবাদত করুন * সম্ভব হলে একটি পোশাক আলাদাভাবে এই সময়ের জন্য রেখে দিন, অন্যথায় পরিস্কার পরিছন্ন কাপড় পরিধান করুন * নতুন ওযু করুন * সুগন্ধি লাগান * এবং কমপক্ষে একঘন্টা আল্লাহ পাকের ইবাদত করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد