Din Raat kaise Guzarain

Book Name:Din Raat kaise Guzarain

১২টি দ্বীনী কাজের মধ্যে একটি কাজ: ফজরের জন্য জাগানো

প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে, নেক নামাযী হতে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর ১২টি দ্বীনী কাজে কার্যতভাবে (Practically) অংশগ্রহণ করুন! দাওয়াতে ইসলামীর ১২টি দ্বীনী কাজের মধ্যে একটি কাজ হলো: ফজরের জন্য জাগানো

ফজরের নামাযের জন্য মানুষকে জাগানো আল্লাহ পাকের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাত اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামীর সাথে জড়িত আশিকানে রাসূল, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাতের উপর আমল করার উদ্দীপনায় ফজরের নামাযের পূর্বে অলি-গলিতে গিয়ে উচ্চস্বরে দরূদ সালাম পাঠ করেন এবং মানুষকে বিছানা ছেড়ে ফজরের নামায়ের জন্য চলে আসার দাওয়াত দেন আপনিও এই দ্বীনি কাজে অংশগ্রহণ করুন, সকালে তাড়াতাড়ি উঠুন, আল্লাহ পাক নসীব করলে তাহাজ্জুদের নামায আদায় করুন, যিকির দরূদ পাঠ করুন, ফজরের আযানের পর মাদানী মারকায কর্তৃক প্রদত্ত নিয়ম অনুযায়ী মানুষকে ফজরের নামাযের জন্য জাগান, এই আমলের বরকতে اِنْ شَآءَ الله প্রচুর সাওয়াব অর্জিত হবে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

বাবরী চুল এবং মাথার চুল ইত্যাদির সুন্নাত আদব

্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা "১৬৩ মাদানী ফুল" থেকে বাবরী চুল এবং মাথার চুল ইত্যাদির সুন্নাত আদব শুনি: * আল্লাহ পাকের রহমত হয়ে দুনিয়াতে তাশরীফ আনা নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বরকতময় ঝুলফি কখনো অর্ধেক কান মুবারক পর্যন্ত, কখনো কান মুবারকের লতি পর্যন্ত এবং * কিছু সময় বেড়ে