Ummat e Muslima Akhri Ummat Kyon?

Book Name:Ummat e Muslima Akhri Ummat Kyon?

 

(২): দ্বিতীয় হিকমত: শিক্ষা গ্রহণকারী উম্মত

প্রিয় ইসলামী ভাইয়েরা! এই উম্মতকে শিক্ষা গ্রহণকারী উম্মত বানানো হয়েছে এক জায়গায় আল্লাহ পাক ইরশাদ করেন:

 

وَ لَقَدْ اَهْلَكْنَا الْقُرُوْنَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوْاۙ-وَ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ وَ مَا كَانُوْا لِیُؤْمِنُوْاؕ-كَذٰلِكَ نَجْزِی الْقَوْمَ الْمُجْرِمِیْنَ(۱۳) ثُمَّ جَعَلْنٰكُمْ خَلٰٓىٕفَ فِی الْاَرْضِ مِنْۢ بَعْدِهِمْ لِنَنْظُرَ كَیْفَ تَعْمَلُوْنَ(۱۴) (পারা ১১, ইউনুস, আয়াত ১৩-১৪) কানযুল ঈমানের অনুবাদ: আর নিশ্চয় আমি তোমাদের পূর্বে বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি যখন তারা সীমালংঘন করেছিলো এবং তাদের রাসূলগণ তাদের নিকট স্পষ্ট দলীলাদি নিয়ে আসেন এবং তারা এমন ছিলোই না যে, ঈমান আনবে আমি এমনিভাবে প্রতিফল দিয়ে থাকি অপরাধীদেরকে অতঃপর আমি তাদের পর তোমাদেরকে পৃথিবীতে স্থলাবিষিক্ত করেছি যেন দেখি তোমরা কিরূপ কাজ করো

 

অর্থাৎ হে উম্মতে মুসলিমা! পূর্বে অনেক উম্মত গত হয়েছে, তাদের কাছে রাসূল পাঠানো হয়েছিল, তাদের জন্য বিধানাবলী স্পষ্ট করে বর্ণনা করা হয়েছিল কিন্তু তারা নিজেদের উপর যুলুম করেছিল, নাফরমানি করেছিল আমি তাদের ধ্বংস করে দিয়েছি, তারপর তোমাদেরকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছি, যাতে দেখি যে তোমরাও সেই উম্মতদের মতই কাজ করো, নাকি আল্লাহ পাকের আনুগত্য করো

 

اَللهُ اَكْبَرُ! এটাই হলো এই উম্মতকে শেষ উম্মত বানানোর একটি হিকমত...!! ওলামায়ে কেরাম বলেন: পূর্ববর্তী উম্মতদের লোকেরা কীভাবে গুনাহ করতো, কীভাবে দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য