Ummat e Muslima Akhri Ummat Kyon?

Book Name:Ummat e Muslima Akhri Ummat Kyon?

 

পারা ৩০, সূরা নাযি'আতে ফিরাউন এবং তার লস্করের (Army) ডুবে যাওয়ার ঘটনা উল্লেখ করার পর ইরশাদ করা হয়েছে:

 

اِنَّ فِیْ ذٰلِكَ لَعِبْرَةً لِّمَنْ یَّخْشٰى(۲۶)

(পারা ৩০, নাযিআত, আয়াত ২৬)       কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয় এর মধ্যে শিক্ষা লাভ হয় তারই, যে ভয় করে

 

 

اَللهُ اَكْبَرُ! এই আল্লাহ পাককে ভয়কারীরা, أُولِي الْأَبْصَارِ (অর্থাৎ চিন্তাশীল, শিক্ষার দৃষ্টিসম্পন্নরা) আল্লাহ পাকের নিদর্শনাবলী (Signs) দেখে শিক্ষা গ্রহণ করে দিন এলো, চলে গেল, সূর্য উঠল, ডুবে গেল, রাত এলো, কেটে গেল, তারা উঠল, অস্ত গেল এই সবকিছু, (Universe) বিশ্ব জগতের এর প্রতিটি কণা একটি খোলা কিতাব এতে আমাদের জন্য উপদেশ আছে, শিক্ষা আছে হায়! আমরা যদি ভয়কারী, শিক্ষা গ্রহণকারী, أُولِي الْأَبْصَارِ (অর্থাৎ চিন্তাশীল, দুনিয়াকে শিক্ষার দৃষ্টিতে দর্শনকারী) হয়ে যেতাম!

 

শিক্ষার দৃষ্টি সম্পর্কে আউলিয়ায়ে কেরামের বাণী

ó হযরত সুফিয়ান সাওরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যে ব্যক্তি দুনিয়াকে শিক্ষার দৃষ্টিতে দেখে এবং চিন্তা-ভাবনা করে, সে বেশি বেশি নেক কাজ করতে সফল (Successful) হয়

 

    ó হযরত মালিক বিন দিনার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যে ব্যক্তি এই দুনিয়াকে শিক্ষার দৃষ্টিতে দেখে না, আখিরাতের চিন্তা করে না, তার নেকী কমে যায় এবং তার অন্তর পর্দায় ঢাকা থাকে