Book Name:Ummat e Muslima Akhri Ummat Kyon?
নেক কাজটি করবে, তখন তাদের জন্য ১০টি নেকী লেখা হবে। হে আল্লাহ পাক! একে আমার উম্মত বানিয়ে দিন। আল্লাহ পাক ইরশাদ করলেন:
تِلْكَ اُمَّةُ اَحْمَد (صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّم) অর্থাৎ, হে মূসা! এ তো আমার প্রিয় নবী হযরত আহমদ মুজতবা صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মত।
যখন হযরত মূসা عَلَیْہِ
السَّلَام এই উম্মতের এতসব ফযীলত পড়লেন, শুনলেন এবং জেনে নিলেন যে এটি আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তফা
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মত, তখন তিনি عَلَیْہِ
السَّلَام আল্লাহ পাকের দরবারে আরয করলেন: يَا
رَبِّ فَاجْعَلْنِي مِنْ اُمَّةِ اَحْمَد অর্থাৎ, হে আল্লাহ পাক! যখন আহমদ-এর উম্মত এত ফযীলতপূর্ণ, তখন আমাকেও আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তফা صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মতী বানিয়ে দিন।
(জুয ফীহি মিন আহাদীসিল ইমাম আবি নু'আইম, হাদীস: ১, পৃষ্ঠা: ২৮,)
আল্লাহু আকবার! This is our value (এটাই আমাদের মূল্য), এটাই আমাদের কদর, আমাদের গুরুত্ব...!! একটু আমরা আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের অভ্যাসের দিকে চিন্তা করে দেখি, আমরা কি এই ফযীলত ও গুরুত্বের যোগ্যতা রাখি...?হায়! আফসোস!
উম্মতে মুসলিমা আখেরি উম্মত কেন?
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা কি কখনো চিন্তা করেছেন যে, এই উম্মতকে শেষ উম্মত কেন বানানো হলো? কমবেশি এক লক্ষ চব্বিশ হাজার নবী-রাসূল عَلَیْہِمُ السَّلَام পৃথিবীতে এসেছেন, তাঁদের সকলেরই উম্মত ছিল। আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবীর উম্মত হিসেবে সৃষ্টি করেছেন, এই উম্মতকে শেষ উম্মত বানিয়েছেন। আমাদের প্রিয় নবী হুযুরপুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হলেন সর্বশেষ নবী। তাঁর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পর কিয়ামত পর্যন্ত