Book Name:Ummat e Muslima Akhri Ummat Kyon?
عَلَیْكُمْؕ-وَ اللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ(۲۶)
বর্ণনা করতে এবং তোমাদের প্রতি আপন করুণা সহকারে প্রত্যাবর্তন করতে এবং আল্লাহ জ্ঞানময়, প্রজ্ঞাময়।
ওলামায়ে কেরাম বলেন: আল্লাহ পাক ইচ্ছা করেছেন যে (এই উম্মতকে শেষ উম্মত বানিয়ে) তাদের জন্য কুরআন করীম নাযিল করবেন এবং এর মাধ্যমে পূর্ববর্তী নেককার লোকদের চালচলন, তাদের আচরণ, তাদের অভ্যাস ও চরিত্র আমাদের উপর স্পষ্ট করে দেবেন, যাতে আমরা নেককার লোকদের পথে চলি, এভাবে আমরা তওবা করি এবং আল্লাহ পাক আমাদের তওবা কবুল করেন।
(হুসনুত তানাব্বাহ লিমা ওরাদা ফিত তাশাব্বাহ, ১/১১৮ পৃষ্ঠা)
প্রিয় ইসলামী ভাইয়েরা! উম্মতে মুসলিমাকে শেষ উম্মত কেন বানানো হলো, এর আরও অনেক হিকমত রয়েছে। তার মধ্যে কয়েকটি আমরা শোনার সৌভাগ্য অর্জন করলাম। হায়! আমরা যদি এই হিকমতগুলো বোঝার চেষ্টা করতাম! হায়! এর মাধ্যমে যদি আমরা নিজেদের গুরুত্ব উপলব্ধি করে সে অনুযায়ী আমলকারী হয়ে যেতাম!
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
২৪ নং নেক আমলের এর প্রতি উৎসাহ
প্রিয় ইসলামী ভাইয়েরা! নিজেদেরকে নেককার বানানোর জন্য এবং নেকীর উপর অবিচল থাকার জন্য দা'ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে যুক্ত হয়ে যান। اَلْحَمْدُ لِلّٰه আমাদের পীর ও মুর্শিদ, শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ তাঁর মুরীদান, মুহিব্বীন