Ummat e Muslima Akhri Ummat Kyon?

Book Name:Ummat e Muslima Akhri Ummat Kyon?

সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ১৪ আগস্ট ২০২৫ইং

() সুন্নাত আদব শেখা: মিনিট, () দোয়া শেখা: মিনিট,
(
) পর্যালোচনা: মিনিট মোট সময়কাল- ১৫ মিনিট

 

রোগীর সেবা করার অবশিষ্ট মাদানী ফুল

    ó রোগীর কাছে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নিন এবং তার জন্য সুস্থতা আরোগ্য লাভের দু' করুন ó রোগীর কাছে নিজের জন্য দু' করান, কারণ রোগীর দু' প্রত্যাখ্যান হয় না ó সেবা করার সময় সুযোগ বুঝে রোগীকে নেক কাজের দাওয়াতও দিন, বিশেষ করে নামাযের (নিয়মিত আদায়) করার কথা মনে করিয়ে দিন, কারণ অসুস্থ অবস্থায় অনেক নামাযীও নামায থেকে উদাসীন হয়ে যায়
ó রোগীর কাছে বেশিক্ষণ বসবেন না এবং হৈ-চৈ করবেন না হ্যাঁ, যদি রোগী নিজেই বেশিক্ষণ বসিয়ে রাখার ইচ্ছা প্রকাশ করে তবে সম্ভব হলে তার ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শন করুন ó রোগীর সেবার সময় উপহার নিয়ে যাওয়া একটি উত্তম কাজ কিন্তু না নিয়ে গেলে সেবা না করা এবং মনে মনে এই খেয়াল করা যে, 'কিছু না নিয়ে গেলে সে কী ভাববে যে খালি হাতে সেবা করতে এসেছে', এটা ঠিক নয় খালি হাতেই সেবা করে নেওয়া উচিত, সাওয়াব থেকে বঞ্চিত হওয়ার কারণ হবে না ó যখন আপনি সেবা করতে যাবেন, তখন ফল, বিস্কুট ইত্যাদি উপহার নিয়ে গেলে পরামর্শ হলো মাকতাবাতুল মদীনার কিছু রিসালাও সাথে নিয়ে রোগীকে দিন, যাতে সে সাক্ষাৎকারী, (এবং হাসপাতালে থাকলে) প্রতিবেশী রোগী এবং তাদের আত্মীয়দেরকে উপহার দিতে পারে বরং সবচেয়ে ভালো হয় যদি রোগী নিজেই কিছু রিসালা হাদিয়া হিসেবে নিজের কাছে রাখে এবং এই উদ্দেশ্যে সাওয়াব অর্জন করে ó ফাসিকের সেবা করাও জায়েয,