Book Name:Ummat e Muslima Akhri Ummat Kyon?
হে আশিকানে রাসূল! আমাদের দায়িত্ব হলো, خَيْرُ الْأُمَم (অর্থাৎ শ্রেষ্ঠ উম্মত) হওয়ার যে সম্মান রাব্বুল আলামীন আমাদের দান করেছেন, আমরা যেন সেই সম্মানের কদর করি। আমরা যেন সত্যিই خَيْرُ الْأُمَم (অর্থাৎ শ্রেষ্ঠ উম্মত) হয়ে থাকি। আমরা যেন অন্যদের অনুকরণ না করি, বরং কুরআন ও সুন্নাহর শিক্ষা অর্জন করি, তার উপর আমল করি। আমাদের প্রিয় নবী হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জীবনাদর্শকে বাস্তবে ধারণ করি। হায়! আমরা যদি সুন্নাতের জীবন্ত প্রতিচ্ছবি হয়ে যেতে পারতাম!
উম্মতে মুসলিমার গুরুত্ব ও ফযীলত
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই বিষয়টি বোঝা জরুরী যে, আমরা আমাদের গুরুত্বকে উপলব্ধি করি, আমরা কারা? এবং কেন? এই বিষয়ে আমাদের চিন্তা করা উচিত।
একটু নিজের গুরুত্বের দিকে তাকান! হযরত আবু হুরায়রা رَضِیَ
اللهُ عَنْہُ
থেকে বর্ণিত, নবী করীম صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: যখন আল্লাহ পাকের নবী হযরত মূসা عَلَیْہِ
السَّلَام এর উপর তাওরাত শরীফ নাযিল হয়েছিল, তখন তিনি এই প্রিয় আসমানী কিতাব তিলাওয়াত করার সময় একটি উম্মতের ফযীলত সম্পর্কে পড়লেন। এই ফযীলতগুলো পড়ে তিনি আল্লাহর দরবারে আরয করলেন: হে আল্লাহ পাক! তাওরাতে এমন একটি উম্মতের কথা উল্লেখ আছে, যারা (দুনিয়াতে আসার দিক থেকে) সর্বশেষ হবে কিন্তু (নেক আমলের দিক থেকে) সকলের আগে থাকবে। হে আল্লাহ পাক! একে আমার উম্মত বানিয়ে দিন। আল্লাহ পাক ইরশাদ করলেন: