Ummat e Muslima Akhri Ummat Kyon?

Book Name:Ummat e Muslima Akhri Ummat Kyon?

আইডিয়াল হয়, সে অন্যের অনুকরণ করে না, বরং অন্যেরা তার অনুসরণ করে তাই এটাই হওয়া উচিত ছিল, মুসলমান এমন হয়ে থাকবে যে, অন্য জাতিরা তার অনুসরণ করবে, মুসলমানের আখলাক এত উঁচু মানের হবে, অন্য জাতিরা মুসলমানদের কাছ থেকে আখলাক শিখবে, মুসলমানের চরিত্র এতো উঁচু মানের হবে যে, অন্য জাতিরা চরিত্রের উন্নতির জন্য তার সাহচর্য গ্রহণ করবে একজন মুসলমানের অভ্যাস, তার কাজকর্ম, তার কথাবার্তা, চালচলন, আচার-আচরণ এতো উত্তম হবে যে, তাকে আইডিয়াল বানানো হবে, তার অনুসরণ করা হবে, অন্য জাতিরা তার চরিত্র (Character), আখলাক অভ্যাসের উপর ঈর্ষা করবে এবং তাকে দেখে জীবনযাপন শিখবে

 

কিন্তু আফসোস! আজ পরিস্থিতি উল্টে গেছে خَيْرُ الْأُمَم (শ্রেষ্ঠ উম্মত) আমরা, এটাই তো হওয়া উচিত ছিল যে, আমরা অন্যদের জন্য আইডিয়াল হব, কিন্তু আমরাই অন্য জাতিদেরকে আমাদের আইডিয়াল বানিয়ে ফেলেছি হওয়া তো উচিত ছিল যে, অন্য জাতিরা আমাদের অনুকরণ করবে, কিন্তু আমরাই অনুকরণকারী হয়ে গেলাম, আমরা অন্যদের অনুকরণ করতে লাগলাম চালচলনে অমুসলিমদের অনুকরণ, শিক্ষায় (Education) অমুসলিমদের অনুকরণ, নীতি আইনে অমুসলিমদের অনুকরণ, এমনকি জুতো, কাপড় কেনা এবং খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও অমুসলিম জাতিদের অনুকরণ করা হচ্ছে শত কোটি আফসোস! আজ মুসলমান কুরআন শেখে না, কিন্তু অমুসলিমদের দর্শন শিখে নেয় আপন নবী রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সীরাত দেখে না, বরং অমুসলিমদের রীতিনীতি গ্রহণ করে