Ummat e Muslima Akhri Ummat Kyon?

Book Name:Ummat e Muslima Akhri Ummat Kyon?

لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَ تَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَ تُؤْمِنُوْنَ بِاللّٰهِؕ

করছো, আর আল্লাহর উপর ঈমান রাখছো

 

ইমাম ফখরুদ্দীন রাযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লেন: এই আয়াতে কারীমার অর্থ হলো এটাই, হে মুসলমানগণ! লওহে মাহফুজে তোমাদের এই গুণই লেখা আছে যে, তোমরা সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম উম্মত তোমাদের জন্য এটাই শোভনীয় যে, তোমরা এই পদের মর্যাদা রক্ষা করবে! (তাফসীরে কবীর, পারা , ১১০ নং আয়াতের পাদটীকা, / ৩২৩) অর্থাৎ সর্বদা আল্লাহ পাক এবং তাঁর প্রিয়হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনুগত বাধ্য হয়ে থাকবে...!!

 

হযরত আল্লামা মুফতী আমজাদ আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আয়াতে কারীমার ব্যাখ্যায় বলেন: একজন মুসলমানের জীবনের প্রথম উদ্দেশ্য হলো خَيْرُ الْأُمَم অর্থাৎ শ্রেষ্ঠ উম্মত হওয়া যেভাবে গোলাপের জন্য সুগন্ধ, মোতির জন্য দ্যুতি এবং সূর্যের জন্য আলো অপরিহার্য, ঠিক সেভাবেই একজন মুসলমানের জন্য তার আমল আচরণের দিক থেকে সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম হওয়া আবশ্যক জরুরী ইবাদত লেনদেন হোক বা আখলাক অভ্যাস, জীবনের প্রতিটি ক্ষেত্রে, এমনকি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একজন মুসলমান কেবলই কল্যাণময় হবে অর্থাৎ পূর্ণ জীবন কুরআন সুন্নাহর আঁচল ধরে সিরাতে মুস্তাকীমের (সরল পথের) উপর চলতে থাকবে (ইরফানী তাকরীরি, বয়ান, ৯৯ পৃষ্ঠা)

 

প্রিয় ইসলামী ভাইয়েরা! এটাই একজন মুসলমানের প্রথম দায়িত্ব যে, সে সর্বদা 'খাইরু উমাম' অর্থাৎ শ্রেষ্ঠ উম্মত হয়ে থাকবে নিঃসন্দেহে যে শ্রেষ্ঠ হয়, সে 'আইডিয়াল' (Ideal) বা আদর্শও হয় আর যে