Book Name:Ummat e Muslima Akhri Ummat Kyon?
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এভাবেই তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এক এক করে ঘর গণনা করতে থাকলেন, এমনকি আমাদের ঘর পর্যন্ত পৌঁছে গেলেন।
(হিলইয়াতুল আউলিয়া, ৬/১৮২, নং: ৮২২২)
প্রিয় ইসলামী ভাইয়েরা! চিন্তা করে দেখুন! আমাদের এই বুযুর্গানে দ্বীন, আল্লাহ পাকের নেক বান্দারা কেমন কেমন পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করতেন। হায়! আমরা হলাম একদল, óনির্জন ঘর, ó চুলার মধ্যে জ্বলন্ত আগুন, ó সূর্যের রোদ (Sunshine), ó শীত, গরম ইত্যাদি থেকে শিক্ষা নেওয়া তো দূরের কথা, ó আমাদের চোখের সামনে জানাযা ওঠে, আমরা শিক্ষা গ্রহণ করি না। ó নিজের হাতে মৃতদেহ কবরে নামাই, তখনও শিক্ষা গ্রহণ করি না। ó অমুকের ছেলে অমুক বেশ ভালোই ছিল, হঠাৎ হার্ট অ্যাটাক (Heart Attack) হয়ে মারা গেল। ó অমুক যুবক রোড এক্সিডেন্টে মারা গেল— এরকম হাজারো খবর আমরা শুনতে থাকি, তবুও আমরা নিজেদের মৃত্যুকে স্মরণ করি না, শিক্ষা গ্রহণ করি না। হায়! আমরা যদি শিক্ষা গ্রহণকারী এবং কবর ও আখিরাতকে স্মরণকারী হয়ে যেতাম!
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
(৩): তৃতীয় হিকমত: নেককারদের পথে চলা
প্রিয় ইসলামী ভাইয়েরা! উম্মতে মুসলিমাকে শেষ উম্মত কেন বানানো হলো? এর আরেকটি হিকমত শুনুন! আল্লাহ পাক ইরশাদ করেন:
یُرِیْدُ اللّٰهُ لِیُبَیِّنَ لَكُمْ وَ یَهْدِیَكُمْ سُنَنَ الَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ وَ یَتُوْبَ
(পারা ৫, সূরা নিসা, আয়াত ২৬) কানযুল ঈমানের অনুবাদ: আল্লাহ চান আপন বিধানাবলী তোমাদের জন্য