Ummat e Muslima Akhri Ummat Kyon?

Book Name:Ummat e Muslima Akhri Ummat Kyon?

رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এভাবেই তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এক এক করে ঘর গণনা করতে থাকলেন, এমনকি আমাদের ঘর পর্যন্ত পৌঁছে গেলেন

(হিলইয়াতুল আউলিয়া, /১৮২, নং: ৮২২২)

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! চিন্তা করে দেখুন! আমাদের এই বুযুর্গানে দ্বীন, আল্লাহ পাকের নেক বান্দারা কেমন কেমন পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করতেন হায়! আমরা হলাম একদল, óনির্জন ঘর, ó চুলার মধ্যে জ্বলন্ত আগুন, ó সূর্যের রোদ (Sunshine), ó শীত, গরম ইত্যাদি থেকে শিক্ষা নেওয়া তো দূরের কথা, ó আমাদের চোখের সামনে জানাযা ওঠে, আমরা শিক্ষা গ্রহণ করি না ó নিজের হাতে মৃতদেহ কবরে নামাই, তখনও শিক্ষা গ্রহণ করি না ó অমুকের ছেলে অমুক বেশ ভালোই ছিল, হঠাৎ হার্ট অ্যাটাক (Heart Attack) হয়ে মারা গেল ó অমুক যুবক রোড এক্সিডেন্টে মারা গেল এরকম হাজারো খবর আমরা শুনতে থাকি, তবুও আমরা নিজেদের মৃত্যুকে স্মরণ করি না, শিক্ষা গ্রহণ করি না হায়! আমরা যদি শিক্ষা গ্রহণকারী এবং কবর আখিরাতকে স্মরণকারী হয়ে যেতাম!

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

(৩): তৃতীয় হিকমত: নেককারদের পথে চলা

প্রিয় ইসলামী ভাইয়েরা! উম্মতে মুসলিমাকে শেষ উম্মত কেন বানানো হলো? এর আরেকটি হিকমত শুনুন! আল্লাহ পাক ইরশাদ করেন:

 

یُرِیْدُ اللّٰهُ لِیُبَیِّنَ لَكُمْ وَ یَهْدِیَكُمْ سُنَنَ الَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ وَ یَتُوْبَ

(পারা , সূরা নিসা, আয়াত ২৬)             কানযুল ঈমানের অনুবাদ: আল্লাহ চান আপন বিধানাবলী তোমাদের জন্য