Book Name:Ummat e Muslima Akhri Ummat Kyon?
ó হযরত হাতেম আসম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে প্রশ্ন করা হয়েছিল: মানুষ শিক্ষা গ্রহণকারী কীভাবে হয়? তিনি উত্তর দিলেন: যখন সে দুনিয়ার প্রতিটি জিনিসের পরিণামের দিকে দৃষ্টি দেয় এবং চিন্তা করে যে, অচিরেই এই জিনিসটি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে এবং এই জিনিসের মালিকও খুব শীঘ্রই কবরে দাফন হয়ে যাবে।
ó হযরত হাতেম আসম্মা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এরই একটি বাণী হলো: যার ঘর থেকে জানাযা বের হয় এবং সে তা থেকে শিক্ষা গ্রহণ করে না, এমন ব্যক্তিকে ইলম, হিকমত এবং উপদেশের কোনো উপকার লাভ হয় না।
(তানবীহুল মুগতাররীন, পৃষ্ঠা: ৫৭)
হযরত সাইব আবদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একদিন হযরত সালেহ মুররী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আমাদের কাছে এলেন। আমি জিজ্ঞাসা করলাম: হে আবু বিশর! আপনি কোথা থেকে এলেন? তিনি বললেন: আমি আমার ঘর থেকে বেরিয়ে বিভিন্ন জায়গা ঘুরে তোমার কাছে এসেছি। আমি যখন অমুকের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন সেই ঘরটি আমাকে (ভাষাহীন ভাষায়) ডেকে বললো: হে সালেহ! আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো! আমার মধ্যে অমুক অমুক লোক থাকতো, এখন তারা ইন্তিকাল করেছে। তারপর যখন অমুকের ঘরের কাছে পৌঁছলাম, তখন সেই ঘরটিও আমাকে (ভাষাহীন ভাষায়) ডেকে বললো: হে সালেহ! আমার কাছ থেকে উপদেশ গ্রহণ কর! আমার মধ্যে অমুক অমুক লোক থাকতো, এখন তারা সবাই মাটিতে দাফন (Buried) হয়ে আছে। হযরত আবু সাইব আবদী