Ummat e Muslima Akhri Ummat Kyon?

Book Name:Ummat e Muslima Akhri Ummat Kyon?

ó রোগীর সেবা করা সুন্নাত যদি জানা যায় যে, সেবা করতে গেলে সেই রোগীর উপর কষ্ট হবে, এমতাবস্থায় সেবা করা থেকে বিরত থাকবেন(বাহারে শরীয়ত, /৫০৫) ó যদি রোগীর সাথে আপনার মনে কোনো বিরক্তি বা তার প্রকৃতির সাথে আপনার মিল না থাকে, তবুও সেবা করুন সুন্নাতের অনুসরণের নিয়তে সেবা করুন যদি শুধু এই জন্য সেবা করেন যে, যখন আমি অসুস্থ হব তখন সেও আমার সেবা করতে আসবে, তাহলে সাওয়াব মিলবে না ó কারো সেবা করতে গিয়ে যদি তার রোগের তীব্রতা দেখেন, তবে তাকে ভয় দেখানোর মতো কথা বলবেন না, যেমন 'তোমার অবস্থা তো খারাপ, আর এমনভাবে মাথাও নাড়বেন না, যাতে অবস্থার অবনতি বোঝা যায় ó সেবার সময় রোগী বা দুঃখী ব্যক্তির সামনে নিজের চেহারায় দুঃখ বিষন্নতার ভাব ফুটিয়ে তুলবেন না ó কথাবার্তার ভঙ্গি এমন হবে না, যাতে রোগী বা তার আত্মীয়দের মনে সন্দেহ আসে যে, ' আমাদের কষ্টে খুশি হচ্ছে' ó রোগীর পরিবারের প্রতিও সহানুভূতি প্রকাশ করুন এবং যা সেবা বা সাহায্য করতে পারেন, তা করুন

 

ঘোষণা

    রোগীর সেবা করার অবশিষ্ট মাদানী ফুল তরবিয়্যতী হালকায় বয়ান করা হবে অতএব এগুলো জানতে তরবিয়্যতী হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!      صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد