Book Name:Ummat e Muslima Akhri Ummat Kyon?
দিতো, কীরকম অবাধ্যতা করতো, কীভাবে আল্লাহ পাক তাদের অবকাশ দিয়েছিলেন, তাদের দীর্ঘ জীবন দিয়েছিলেন, তারপর যখন তারা নিজেদের নাফরমানিতে অটল হয়ে গেল, তখন আল্লাহ পাক কীভাবে তাদের উপর আযাব নাযিল করলেন কাউকে ঘূর্ণিঝড়ের মাধ্যমে ধ্বংস করা হলো, কোনো কওমের উপর পাথর বর্ষণ করা হলো, কোনো কওমের উপর প্রচণ্ড ভূমিকম্পের আযাব এলো। তাদের শক্তি, তাদের ক্ষমতা, তাদের উঁচু উঁচু দালান, তাদের জ্ঞান, তাদের দক্ষতা কোনো কিছুই তাদের আল্লাহ পাকের আযাব থেকে বাঁচাতে পারলো না।
এই সবকিছু হওয়ার পর আল্লাহ পাক এই উম্মতে মুসলিমাকে পাঠিয়েছেন, কুরআন মজীদ এর মধ্যে পূর্ববর্তী উম্মতদের অবস্থা বিস্তারিতভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে, যাতে এই উম্মত শিক্ষা গ্রহণ করে। পূর্ববর্তী নাফরমানরা যা করেছে, সেই কাজ যেন এই উম্মত না করে, তাদের পথে যেন না চলে, বরং পূর্ববর্তী নেককার লোকেরা যে কাজগুলো করেছেন, তাদের উপর যে যে পুরস্কার দেওয়া হয়েছে, এই উম্মত যেন সেসব নিয়ে চিন্তা করে নেকীর পথ অবলম্বন করে। (হুসনুত তানাব্বাহ লিমা ওরাদা ফিত তাশাব্বাহ, ১/১০৮) আল্লাহ পাক ইরশাদ করেন:
اَوَ لَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَیَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ كَانُوْا مِنْ قَبْلِهِمْؕ-كَانُوْا هُمْ اَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَّ اٰثَارًا فِی الْاَرْضِ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْؕ -وَ مَا كَانَ لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ وَّاقٍ(۲۱)
কানযুল ঈমানের অনুবাদ: তবে কি তারা পৃথিবী পৃষ্ঠে ভ্রমণ করেনি? তাহলে দেখতো কেমন পরিণতি হয়েছে তাদের পূর্ববর্তীদের। তাদের ক্ষমতা ও যমীনের মধ্যে তারা যে সব নিদর্শন রেখে গেছে তা তাদের চেয়েও অধিকতর। অতঃপর আল্লাহ তাদেরকে পাপ গুলোর উপর