Book Name:Ummat e Muslima Akhri Ummat Kyon?
ছিল। আজ কি আমাদের এখানে বিজ্ঞান ও প্রযুক্তিকে ভিত্তি বানিয়ে দ্বীনি বিষয়গুলোকে পেছনে ঠেলে দেওয়া হয় না? মানুষ কি বলে এটা না যে, দুনিয়া চাঁদে পৌঁছে গেছে আর তোমরা এখনো নামায-রোযার কথা বলছো? ó হযরত লূত عَلَیْہِ السَّلَامএর কওমে অশ্লীলতা, নির্লজ্জতা ও খারাপ কাজ সাধারণ ছিল। এই জিনিসগুলো কি আজ আমাদের মধ্যে পাওয়া যায় না? ó হযরত শু'আইব عَلَیْہِ السَّلَام এর কওম মাপে কম দিত। আজ কি আমাদের এখানে মাপে কম দেওয়া হয় না? ক্রয়-বিক্রয়ে ধোঁকা দেওয়া হয় না? ó হযরত শু'আইব عَلَیْہِ السَّلَامএর কওম চৌরাস্তায় বসে মানুষকে পথভ্রষ্ট বা মিসগাইড করত। আজ কি আমাদের এখানে এমনটা হয় না?
হযরত শু'আইব عَلَیْہِ السَّلَام এর কওম তো সরাসরি বলেছিল:
قَالُوْا یٰشُعَیْبُ اَصَلٰوتُكَ تَاْمُرُكَ اَنْ نَّتْرُكَ مَا یَعْبُدُ اٰبَآؤُنَاۤ اَوْ اَنْ نَّفْعَلَ فِیْۤ اَمْوَالِنَا
(পারা ১২, সূরা হুদ, আয়াত ৮৭) কানযুল ঈমানের অনুবাদ: তারা বললো: হে শু'আইব! তোমার নামায কি তোমাকে এই নির্দেশ দিচ্ছে যে, আমরা আমাদের পিতৃ পুরুষদের খোদাগুলোকে বর্জন করবো, অথবা স্বীয় ধন -সম্পদের ক্ষেত্রে যা ই্চ্ছা তা করবো না?
একটু ইনসাফের সাথে বলুন! আজ যখন সুদী লেনদেন, ক্রয়-বিক্রয়ে ধোঁকা ইত্যাদি থেকে নিষেধ করা হয়, তখন ঠিক এই কথাই কি লিবারেলিজমের (উদারতাবাদের) নামে বলা হয় না? মানুষ কি বলে না যে, মৌলভী সাহেবের ব্যবসার জ্ঞান নেই, তার উচিত নিজের নামায-রোযা নিয়েই থাকা।
এই সবকিছু আমাদের এখানে, আমাদের সমাজেও পাওয়া যাচ্ছে। তাহলে বলুন! যখন আমরাও তাই করছি যা পূর্ববর্তী উম্মতরা করতো,