Book Name:Fikar Akhirat Karni Hai Zaroor
হে জান্নাত প্রত্যাশী প্রিয় ইসলামী ভাইয়েরা! সিদ্ধান্ত আমাদের নিজেদেরই নিতে হবে, আমরা কি দুনিয়া চাই নাকি আখিরাত...! যদি আমরা আখিরাত চাই, যদি আমরা আখিরাতের স্থায়ী জীবনে আরাম ও শান্তি এবং জান্নাতী wbqvgZ চাই আর নিশ্চয় মুসলমান এটাই চাইবে তবে আমাদের এর প্রস্তুতি নিতে হবে, এর জন্য দুনিয়া থেকে দৃষ্টি সরিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজই করতে হবে।
আখিরাতের ভাবনা কিভাবে অর্জিত হবে...!
আখিরাতের প্রস্তুতি কিভাবে নিতে হবে? আখিরাতের
ভাবনার মাধ্যমে। হয়তো আমাদের সবারই অভিজ্ঞতা রয়েছে; আমরা ঐ কাজই
করতে পারি, যেই দিকে আমাদের মনযোগ থাকে, যেই
কাজের দিকে আমাদের মনযোগই থাকে না, তা যতই ¸iæZ¡c~Y© কাজ
হোক না কেন, আমরা‡mUvfz‡jhvq, মনে
রাখতে পারি না। এই কারণেই যদি আখিরাত চান, আখিরাতের
প্রস্তুতি নিতে চান তবে আখিরাতের e¨vcv‡i চিন্তা করুন * আমরা
আখিরাতের ব্যাপারে wPšÍvfvebv Kwi †Zv * কবর * হাশর *
কিয়ামত *
সেখানকার ভয়াবহতা * মিযান * পুলসিরাত * Rvnvbœvg ও
সেখানকার আযাব সমূহের ব্যাপারে চিন্তাভাবনা করুন * কমপক্ষে mßv‡n
এক-আধবার কবরস্থানে যান, সেখানে দাফনকৃত মুসলামনের জন্য ইসালে
সাওয়াব করুন, অতঃপর সেখানে বসে কবর, এর একাকীত্ব, অন্ধকার
এবং আতঙ্কের ব্যাপারে ভাবুন * ভাবুন যে, অতিশীঘ্রই
আমাকেও অন্ধকার কবরে নামিয়ে দেয়া হবে, অতঃপর কিয়ামতের
দিন উঠতে হবে, আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, এভাবে
আখিরাতের ব্যাপারে চিন্তাভাবনা করতে থাকুন * প্রতিদিন বেশি
না হলেও কমপক্ষে ৫ মিনিট হলেও একাকী বসে আখিরাতের বিষয়ে চিন্তাভাবনা করুন, প্রতিদিন
করতেথাকুন তবে اِنْ
شَآءَ الله আখিরাতের ভাবনা গেঁথে যাবে *
আখিরাতের স্মরণ প্রদানকারী কিতাব পাঠ করুন, যেমন; শায়খে
তরীকত,
আমীরে
আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتْ
بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর কিতাব ও পুস্তিকা পাঠ করুন:
যেমন;
(১) কবরের প্রথম রাত (২) মৃতব্যক্তির অসহায়ত্ব (৩) সম্রাটদের হাঁড় (৪)
কবরের পরীক্ষা (৫) উদাসিনতা
(৬) মন্দ মৃত্যুর কারণ ইত্যাদি, Abyiæcfv‡e মাকতাবাতুল
মদীনার অনেক কিতাব