Book Name:Fikar Akhirat Karni Hai Zaroor
করা হলো, তিনি তাঁকে ডেকে জিজ্ঞাসা করলেন: হে আবু হাফস (ওমর বিন আব্দুল Avwhh)! আপনি কাঁদছেন ‡Kb? হযরত ওমর বিন আব্দুল Avwhh رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আখিরাতের ভাবনায় ডুবে, শিক্ষামূলক উত্তর দিলেন: আমার কিয়ামতের w`‡bi K_vস্মরণে এসে গেলো। দেখুন! (আপনারা সবাই তাবু c~‡e© পাঠিয়ে দিয়েছিলেন, আপনারা আসার সাথে সাথেই নিজ নিজ তাবুতে চলে গেছেন কিন্তু) আমি ঘর থেকে কোন কিছু c~‡e©cvVvqwb, তাই আমি এখানে কিছু cvqwb, কিয়ামতেও এমনই অবস্থা হবে, যে যা কিছু আগে পাঠাবে, সে তাই সেখানে পাবে। (সিরাতে ওমর বিন আব্দুল আযীয লিইবনে আব্দুল হাকেম, ২৭ পৃষ্ঠা)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা নয়। দুনিয়া হলো আখিরাতের km¨‡ÿZ। এখানে আমরা যা বপন Ki‡ev, তাই আখিরাতে কাটবো। আহ! অতিশীঘ্রই সেই সময় আসবে, যখন হযরত আজরাঈল عَلَیْہِ السَّلَام আগমন করবেন, আমরা যতই অনুনয় বিনয় করি, হাত পা ছুড়ি, যাই করি না কেন, তিনি আমাদের রূহ কবয করে নিবেন, আহ! অতঃপর দ্রুত আমাদেরকে অন্ধকার কবরে একা নামিয়ে দেয়া হবে, না কোন সাথী, না কোন সহায়!! Mfxi অন্ধকার কবরে কিয়ামত ch©šÍ একা থাকতে হবে, অতঃপর কিয়ামতের ভয়াবহ দৃশ্য!! তামার উত্তপ্ত জমিন, আগুন el©YKvix m~h©, মানুষেরা নিজেরই ঘামে ডুবে থাকবে, পিপাসার আধিক্যে জিহ্বা ঝুলে বুকের উপর এসে যাবে, কলিজা মুখে চলে আসবে, অতঃপর আমাদের আমলনামা আমাদের হাতে ধরিয়ে দেয়া হবে, আহ! তখন সকল K…ZKg© সামনে এসে যাবে।
হে আশিকানে রাসূল! একটু ভাবুন তো! তখন আমলনামা নেকীশূন্য দেখে কেমন আফসোস হবে!! একটু একটু করে খেয়াল আসবে, আহ! আহ! আমি তো জীবন খেলাধুলায় KvwU‡qwQ, আখিরাতের জন্য কিছু জমাই করিনি, আমার চিন্তা তো ছিলো সম্পদ উপার্জনের, নেকী অর্জনের তো সময়ই পাইনি, আমি `vgxকার µq Kivi, বাড়ি বানানোর চিন্তায় ছিলাম, জান্নাতে প্রাসাদ বানানোর তো কখনো খেয়ালই আসেনি, আহ!