Book Name:Fikar Akhirat Karni Hai Zaroor
مَنْ کَانَ یُرِیْدُ حَرْثَ الْاٰخِرَۃِ نَزِدْ لَہٗ فِیْ حَرْثِہٖ ۚ وَ مَنْ کَانَ یُرِیْدُ حَرْثَ الدُّنْیَا نُؤْتِہٖ مِنْہَا وَ مَا لَہٗ فِی الْاٰخِرَۃِ مِنْ نَّصِیْبٍ (۲۰)
(পারা ২৫ সূরা শূরা, আয়াত ২০) কানযুল ঈমান থেকে অনুবাদ: যে আখিরাতের ফসল PvB, আমি তার জন্য তার ফসল বৃদ্ধি করে দিই, আর যে দুনিয়ার ফসল কামনা করে আমি তাকে তা থেকে কিছু প্রদান করবো এবং আখিরাতে তার কোন অংশ নেই।
mvnvwe‡q রাসূল, সুলতানুল মুফাসwmixb হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ এই আয়াতের e¨vL¨vq বলেন: যে বান্দা দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেয় (যেমন; দুনিয়াবী ভবিষ্যতের চিন্তা তো করে কিন্তু আখিরাতের সফলতার চিন্তা করে না) তার জন্য আখিরাতে কোন অংশ নেই, হ্যাঁ! তার জন্য রয়েছে জাহান্নাম। পাশাপাশি এই শাস্তিও যে, (দুনিয়াবী ভবিষ্যতের জন্য) তার চিন্তাভাবনার কোন ফলাফল পাবে না, তাকে দুনিয়াতেই যা কিছু দেয়া হবে, তা c~‡e© লিখা হয়ে গিয়েছিলো।
(তাফসীরে দুররে মনসুর, পারা ২৫, সূরা শূরা, ২০নং আয়াতের পাদটিকা, ৭/৩৪৩)
দুনিয়ার চিন্তা ছাড়ো! আখিরাতের জন্য অবসর হয়ে যাও!
mvnvwe‡q রাসূল হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, আল্লাহ পাকের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ২৫তম পারা সূরা শূরার এই আয়াত তিলাওয়াত করলেন:
مَنْ کَانَ یُرِیْدُ حَرْثَ الْاٰخِرَۃِ
نَزِدْ
لَہٗ فِیْ حَرْثِہٖ ۚ
(পারা ২৫ সূরা শূরা, আয়াত ২০) কানযুল ঈমান থেকে অনুবাদ: যে আখিরাতের ফসল PvB, আমি তার জন্য তার ফসল বৃদ্ধি করে দিই।
অতঃপর বলেন: আল্লাহ পাক ইরশাদ করেন: হে আদম সন্তান! দুনিয়াবী চিন্তাভাবনা ছেড়ে) ইবাদতের জন্য অবসর হয়ে যাও! তোমাদের অন্তরকে সম্পদশীলতা দ্বারা c~Y© করে দেয়া হবে আর যদি তোমরা এরূপ না করো (যেমন; দুনিয়ার চিন্তায় লেগে _v‡Kv, শুধুমাত্র দুনিয়াবী ভবিষ্যতেরই চিন্তা করবে) তবে তোমাদের অন্তরকে ব্যস্ততায় (যেমন; দুনিয়াবী e¨¯ÍZvq) c~Y© করে দেয়া হবে।
(ইবনে মাজাহ, কিতাব: আয যুহুদ, ৬৬৮ পৃষ্ঠা, nvw`m ৪১০৭)