Book Name:Fikar Akhirat Karni Hai Zaroor
কবরে নামতে হবে কিন্তু আমাদের কবরের অন্ধকার, একাকীত্ব এবং আতঙ্কের চিন্তা নেই * আমরা মুসলমান, আমাদের বিশ্বাস যে, কিয়ামতের দিন মৃতদের উঠানো হবে * আমরা জানি যে, কিয়ামতের দিন হলো কঠিন ভয়াবহতার দিন * আহ! সেই উত্তপ্ত মাটি * আগুন el©YKvix m~h© * হায়! ঐ জাহান্নামের বিভীষিকা * আহ! অন্ধকারে নিমজ্জিত, Pz‡ji †P‡qI চিকন, তরবারির চেয়েও ধারালো পুলসিরাত * হায়! ঐ আমলের মিযান, যাতে কিয়ামতের দিন আমল ওজন করা হবে * আহ! আমাদের আমলনামা, যাতে প্রত্যেকটি ছোট বড় আমল লিপিবদ্ধ থাকবে * কিয়ামতের দিন সৃষ্টির সামনে আমাদের আমলনামা খুলে দেয়া হবে * মহামহিম আল্লাহর দরবারে nvwRwi হবে * এক একটি wbqvg‡Zi ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমরা এসব কিছু জানি, মানি, এর উপর বিশ্বাসও রাখি কিন্তু আফসোস! আমাদের চিন্তা আসে না * আমরা দুনিয়ায় এমনভাবে হারিয়ে গেছি, যেনো কখনোই মরবো না * অন্তর আখিরাতেরe¨vcv‡i চিন্তাশূন্য * খোদাভীতি * কবরের ভীতি * আখিরাতের ভীতি কিছুই নেই * ব্যস দুনিয়ার রঙ তামাশায় মগ্ন রয়েছি * একটি অস্থায়ী বরং যা পাওয়া নিশ্চিতও নয়, এরূপ ভবিষ্যতের চিন্তায় দিনরাত কাটিয়ে দিচ্ছি। আহ! এই উদাসিনতা....!
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
মৃত্যু আসবেই, মনে রেখো...!
হে আশিকানে রাসূল! আমরা জেগে থাকি কিংবা শুয়ে, হাসি কিংবা কাঁদি, উদাসিন থাকি কিংবা সজাগ থাকি, মৃত্যু তো সর্বাবস্থায় আসবেই, প্রাণ যাবেই যাবে, আমাদের এই দুনিয়া থেকে বের হয়ে আখিরাতের দিকে সফর করতেই হবে। আল্লাহ পাক কুরআনে পাক ইরশাদ করেন:
قُلْ اِنَّ
الْمَوْتَ الَّذِیْ تَفِرُّوْنَ مِنْہُ فَاِنَّہٗ مُلٰقِیْکُمْ ثُمَّ تُرَدُّوْنَ
اِلٰی عٰلِمِ الْغَیْبِ
وَ
الشَّہَادَۃِ فَیُنَبِّئُکُمْ بِمَا کُنْتُمْ تَعْمَلُوْنَ (۸)
(পারা ২৮, সূরা জুমা, আয়াত ৮) কানযুল ঈমান থেকে অনুবাদ: আপনি বলুন, ÒH মৃত্যু, যা থেকে তোমরা পলায়ন করো, তা তো নিশ্চয় তোমাদের সাথে সাক্ষাৎ করবে। অতঃপর