Book Name:Fikar Akhirat Karni Hai Zaroor
দুনিয়াবী চিন্তায় থাকা ধ্বংসের কারণ
mvnvwe‡q রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ رَضِیَ اللهُ عَنْہُ থেকে ewY©Z; রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে তার সকল চিন্তাভাবনাকে শুধু একটি চিন্তাই অর্থাৎ আখিরাতের চিন্তা বানিয়ে দিলো, তবে আল্লাহ পাক তার দুনিয়াবী চিন্তার জন্য যথেষ্ট আর ‡h চিন্তাভাবbv‡K দুনিয়াবী wel‡q লিপ্ত রাখে, তবে আল্লাহ পাকের তার কোন পরোয়া হবে না যে, সে কোন উপত্যকায় ধ্বংস হচ্ছে।
(ইবনে মাজাহ, কিতাব: আয যুহুদ, ৬৬৮ পৃষ্ঠা, nvw`m: ৪১০৬)
হে আশিকানে রাসূল! ভাবার বিষয়! আমরা খাবো কোথা থেকে? পi‡ev কী? সকালে তো খেয়েছি, সন্ধ্যায় কোথা থেকে আসবে? ভবিষ্যত কিরূপ হবে? বার্ধক্য কিভাবে কাটাবো? সন্তানদের ভবিষ্যত কিরূপ হবে? একটি ব্যবসা তো চালু হয়ে গেছে, এবার দ্বিতীয়টি কিভাবে চলবে? এক জায়গা থেকে fv‡jvB উপার্জন হচ্ছে, উপার্জনের আরো মাধ্যম কিভাবে Lyj‡ev? কার, বাড়ি, বাংলো কিভাবে অর্জিত হবে? আহ! আমি যেনো রাতারাতি ধনী হয়ে যাই ইত্যাদি ইত্যাদি হাজারো ধরনের চিন্তা আমরা মনের মধ্যে লালন করে রাখি, এই চিন্তাতেই সকাল হয়, এই চিন্তাতেই রাত হয় আর জীবন এভাবে শেষ হয়ে যায়। আমাদের wcÖq bex صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যেই বান্দা এরূপ চিন্তাভাবনা ছেড়ে দেয়, শুধুমাত্র একটি চিন্তা, আখিরাতের চিন্তাকে অবলম্বন করে নেয় যে, আমি কবরে, হাশরে, পুলসিরাতে সফলতা কিভাবে অর্জন করবো, জান্নাতে যেতে হবে, আল্লাহ পাককে সন্তুষ্ট করতে হবে, কিভাবে করবো? এই একটি চিন্তা অবলম্বন Kiæb, আল্লাহ পাক তার সকল চিন্তার জন্য যথেষ্ট হয়ে যাবে আর যেই বান্দা এই একটি চিন্তা অবলম্বন না করে বরং দুনিয়াবী চিন্তাতেই প‡o থাকে, আল্লাহ পাকের কোন পরোয়া নেই যে, সে কোন উপত্যকায় মারা যাবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
মুসলামনদের PZz_© Lwjdv হযরত আলীউল মুরতাhv শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: লোকেরা! আখিরাত এগিয়ে আসছে, দুনিয়া চলে যাচ্ছে। এর মধ্যে প্রত্যেকটিরই