Fikar Akhirat Karni Hai Zaroor

Book Name:Fikar Akhirat Karni Hai Zaroor

হযরত হাসান বসরি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এবং আখিরাতের ভাবনা

          ZrKvjxb যুগের অনেক বড় ইমাম, Iwj‡q কামিল হযরত ইমাম হাসান বসwi তাকওয়াবান ছিলেন আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: * ইমাম হাসান emwi رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যখন তাশরীফ নিয়ে আসতেন তখন এমন মনে হতো যেনো কোন নৈকট্যশীল বন্ধুকে দাফন করে এসেছেন * তিনি এমনভাবে থাকতেন যেনো আগুন তাঁর মাথার উপর ঝুলে আছে * এমনভাবে বসতেন যেনো কোন K‡qw` আর এখনই তাঁর গর্দান উড়িয়ে নেয়া হবে * এমন অবস্থায় সকাল করতেন যেনো এখনই কিয়ামতের ভয়াবহতা অতিবাহিত করে আসছেন * একবার কেউ তাঁকে কুশল জিজ্ঞাসা করলো, তখন তিনি বললেন: মাঝ সমুদ্রে যার কিশতি ভেঙ্গে গে‡Q, সেও আমার ‡P‡q fv‡jv অবস্থায় রয়েছে জিজ্ঞাসা করা হলো: এমনটি কেন? বললেন: আমি হলাম গুনাহগার বান্দা আর যা কিছু নেকী করতে পেরেছি, তা কি কবুল হয়েছে, নাকি আমার মুখের উপর ছুড়ে মারা হবে, আমি জানিনা (Av`veyj হাসান বসরী, ২৫,২৬,২৭ পৃষ্ঠা)

 

হযরত ওমর বিন আব্দুল আযিয رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর আখিরাতের ভাবনা

    * হযরত সুফিয়ান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একদিন হযরত ওমর বিন আব্দুল Avwhh رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর gRwj‡m আলোচনা অব্যাহত ছিলো কিন্তু তিনি একেবারে চুপচাপ বসে ছিলেন, জিজ্ঞাসা করা হলো: হুযুর! কি ব্যাপার, আপনি একেবারে চুপচাপ কেন? বললেন: আমি জান্নাতীদের ব্যাপারে ভাবছি যে, তারা কিরূপ আনন্দচিত্তে একে অপরের সাথে সাক্ষাত করবে! কিন্তু দোযখী লোকেরা একে অপরকে অস্থিরতার সহিত সাহায্যের জন্য ডাকতে থাকবে। এতটুকু বলার পর তিনি কাঁদতে লাগলেন। (সীরাত ও মানাকিব ওমর বিন আব্দুল আযীয লিইবনে জাওযী, ২১৪ পৃষ্ঠা) * হযরত ওমর বিন আব্দুল Avwhh رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একবার কাঁদছিলেন, তাঁকে কাঁদতে দেখে তাঁর সম্মানিতা স্ত্রী হযরত ফাতিমা বিনতে আব্দুল মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہَا ও কাঁদতে লাগলেন, পরে পরিবারের অন্যান্যরাও কাঁদতে লাগলেন, যখন কান্না বন্ধ হলো তখন আরয করা হলো: হেAvwgiæj মুমিনিন! আপনি কাঁদছিলেন কেন? বললেন: আমার আল্লাহ পাকের দরবারে উপস্থিত nIqvi K_vwU স্মরণে এসে গেলো, ‡hUviপরই কেউ জান্নাতে যাবে, আর কেউ দোযখে, একথা বলেnhiZ Igi web Avãyj