Fikar Akhirat Karni Hai Zaroor

Book Name:Fikar Akhirat Karni Hai Zaroor

আমলের উপর আমল করলে তবে আমরা দাওয়াতে ইসলামীর দ্বীনি কাজে অংশগ্রহYকারী হয়ে যাবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

কবর ও দাফনের মাদানী ফুল

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! কবর দাফনের ব্যাপারে কয়েকটি মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি: * একটি কবরে একের অধিক বিনা প্রয়োজনে দাফন করা জায়িয নয় এবং প্রয়োজনে করতে পারবে (বাহারে শরীয়ত, /৮৪৬ আলমগীরি, /১৬৬) * Rvbvhv কবর থেকে কিবলার দিকে রাখা gy¯Ívnve, যাতে লাশ কিবলার দিক থেকে কবরে নামানো যায় লাশ কবরে পায়ের দিকের জায়গায় রেখে মাথার দিকে আনবেন না (বাহারে শরীয়ত, /৮৪৪) * প্রয়োজন অনুযায়ী দুই বা তিন এবং উত্তম হলো শক্তিশালী এবং নেককার ব্যক্তি কবরে নামবে মহিলার লাশ মুহরিমরাই নামাবে, এমন কেউ না থাকলে তবে অন্যান্য আত্মীয়, এমনও কেউ না থাকলে তবে পরহেযগার ব্যক্তি দ্বারা bvgv‡e(আলমগীরি, /১৬৬)
* মহিলার লাশ নামানো থেকে তক্তা লাগানো পর্যন্ত কোন কাপড় দ্বারা ঢেকে রাখুন * কবরে নামানোর সময় এই দোয়া পাঠ করুন: بِسْمِ اللهِ وَبِاللهِ وَعَلٰی مِلَّۃِ  رَسُوْلِ الله۔ (তানভিরুল আবসার, /১৬৬) * লাশ ডান কাত করে রাখুন এবং তার মুখ কিবলার দিকে করে দিন এবং কাফনের বাঁধন খুলে দিন, কেননা এখন এর প্রয়োজন নেই, না খুললেও সমস্যা নেই (আলমগীরি, /১৬৬ জাওয়াহেরা, ১৪০ পৃষ্ঠা) * কাফনের বাঁধন খোলার এই দোয়া পড়ুন: اَللّٰہُمَّ لَا تَحْرِمْنَا اَجْرَہٗ وَلَا تَفْتِنَّا بَعْدَہٗ অনুবাদ: হে আল্লাহ! আমাকে এর cÖwZ`vb থেকে বঞ্চিত করো না এবং আমাকে এর পর ফিতনায় পতিত করো না

(হাশিয়াতুত তাহতাভী আলা মিরাকিল ফালাহ, 609 পৃষ্ঠা)

 

ঘোষণা

    কবর দাফনের অবশিষ্ট মাদানী ফুল তরবিয়্যতি হালকায় eY©bv করা হবে, অতএব তা জানার জন্য তরবিয়্যতি হালকায় অবশ্যই অংশগ্রহY করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد