Book Name:Fikar Akhirat Karni Hai Zaroor
রয়েছে, যেমন; (১) খোদাভীতি (২) ফিকরেমদীনা (৩) জান্নাত কা আসান রাস্তা (৪) কবর ‡gu আনে ওয়ালা দোস্ত (৫) দুনিয়া সে বে-iMewZ এবং উমিদোu কি কমি ইত্যাদি কিতাব পাঠ করুন। اِنْ شَآءَ الله আখিরাতের ভাবনা নসীব হবে।
আখিরাতের ভাবনার ব্যাপারে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দোয়া
* আখিরাতের ভাবনা অর্জনের জন্য দোয়াও করুন। আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই দোয়া করতেন:
اَللّٰهُمَّ اِنِّی اَعُوْذُ بِكَ مِنْ دُنْيَا تَمْنَعُ خَيْرَ الْآخِرَةِ، وَاَعُوْذُ بِكَ مِنْ
حَيَاةٍ تَمْنَعُ خَيْرَ الْمَمَاتِ، وَاَعُوْذُ بِكَ مِنْ اَمَلٍ يَمْنَعُ خَيْرَ الْعَمَلِ
(মওসুআতু ইবনে আবীদ দুনিয়া, কিতাব: কসরূল আকমল, ৩/৩১২, nvw`m: ৪৬)
অনুবাদ: হে আল্লাহ পাক! আমি এমন দুনিয়া থেকে তোমার আশ্রয় cÖv_©bv করছি, যা আখিরাতের কল্যাণ থেকে বাঁধা দেয়, এমন জীবন থেকে তোমার আশ্রয় cÖv_©bv করছি, যা উত্তম মৃত্যু থেকে বাঁধা দেয় আর এমন আশা করা থেকে তোমার আশ্রয় cÖv_©bv করছি, যা নেক আমল থেকে বাঁধা দেয়।
মানুষের মন তার সম্পদের সাথেই থাকে
একবার এক ব্যক্তি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হলো, আরয করলো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমার কি হয়ে গেলো যে, আমি মৃত্যুকে পছন্দ করি না (অর্থাৎ আমার অন্তর দুনিয়ার প্রতি ধাবিত, আমার অন্তর দুনিয়ার প্রতি ধাবিত, আমার অন্তরে আখিরাতের প্রতিAvKl©Y কম অনুভব করি আর মৃত্যু যা জান্নাত পর্যন্ত পৌঁছার রাস্তা, আমার এই মৃত্যু পছন্দ নয়), প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: তোমার নিকট কি সম্পদ রয়েছে? আরয করলো: জি হ্যাঁ! ইরশাদ করলেন: তোমার সম্পদ (আখিরাতের জন্য সদকা ও খয়রাত করে) সামনে পাঠিয়ে দাও! কেননা মানুষের অন্তর নিজের সম্পদের সাথেই থাকে, যদি নিজের সম্পদ সামনে পাঠিয়ে দাও (অর্থাৎ সদকা ও খয়রাত করে দাও) তবেই এর সাথে সাক্ষাত করতে চাইবে আর যদি সম্পদ রেখে যাও তবে এর সাথে পেছনে থাকতে চাইবে।
(আয যুহুদ লিইবনিল মুবারক, ৫ম অংশ, ২০৮ পৃ:, nvw`m: ৬৩৪)