Book Name:Fikar Akhirat Karni Hai Zaroor
সোশ্যাল মিডিয়া, ফেইসবুক, BDwUDe ইত্যাদিতে গুনাহে ভরা কাজ করার জন্য তো অনেক সময় ছিলো, নামায ও তিলাওয়াত এবং নেক আমল করার জন্য কখনোই সময় পাইনি, অফিসে যাওয়ার জন্য তো চোখ খুলে যেতো, ফজরের নামাযের জন্য উঠার তো তৌফিক হতো না, আহ! জীবন ব্যস দুনিয়ার অস্থায়ী, নশ্বর, কয়েকদিনের ভবিষ্যৎ বানানোর চিন্তাতেই কেটে গেলো, আখিরাতও আসবে, আল্লাহ পাকের সামনে উপস্থিতও হতে হবে, জীবনের এক একটি আমলের জবাবদীহিও করতে হবে, এ ব্যাপারে তো কখনো ভাবিইনি, হ্যাঁ! কবরস্থানের পাশ দিয়ে যেতাম কিন্তু অন্তরে D`vwmbZvc~Y© করে, মাথা নত করে চুপচাপ চলে যেতাম, জানাযায় অংশগ্রহ‡Yর সুযোগও হতো কিন্তু তা থেকে শিক্ষা নিই নাই, গলি, মহল্লায়, নিজের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন বরং নিজের ঘর থেকেও জানাযা বের হতে দেখেছি কিন্তু আমিও যে মরবো এর তো কখনো খেয়াল আসেনি। আহ! জীবন D`vwmbZvq KvwU‡q দিলাম, এখন আমলনামা খালি। আহ! আমি যদি দুনিয়ায় চিন্তা করতাম, আহ! নেক আমল যদি করে নিতাম, আহ! নামায যদি পড়ে নিতাম, nvq! শতকোটি Avd‡mvm! শুনুন! কুরআনে করীম কি বলছে:
یٰلَیْتَنِیْ قَدَّمْتُ لِحَیَاتِیْ (۲۴)
(পারা ৩০ সূরা ফজর, আয়াত ২৪) কানযুল ঈমান থেকে অনুবাদ: হায়, কোনfv‡e আমি যদি জীবদ্দশায়ই mrKg© অগ্রিম পাঠাতে পারতাম।
প্রিয় ইসলামী ভাইয়েরা! ভাবুন তো! কিয়ামতে যদি এমনটি হয়ে যায়, তবে কি অবস্থা হবে। এখনো সময় আছে, আজই আখিরাতের চিন্তা করুন, আজই কবরকে আলোকিত করার চিন্তা করুন, কবরে, হাশরে, পুলসিরাতে সফলতা পাওয়ার জন্য আল্লাহ পাকের mvg‡b নত হয়ে যান, কেঁদে কেঁদে তাওবা করে নিন, গুনাহ ছেড়ে আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজ করাতে লিপ্ত হয়ে যান।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিবেন না!
পারা ২৫, সূরা শূরার ২০ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন: