Book Name:Fikar Akhirat Karni Hai Zaroor
কামনাকারী রয়েছে। তোমরা আখিরাত কামনাকারী হও! দুনিয়া কামনাকারী হয়ো না!! নিশ্চয় আজ হলো আমলের দিন, আজ wnmve হবে না কিন্তু কাল wnmv‡ei দিন হবে, সেখানে আমল নেই।
(বুখারী, কিতাব: আর রিকাক, ১৫৮১ পৃষ্ঠা)
হে আশিকানে রাসূল! আখিরাতের চিন্তা অত্যাবশ্যক। ১ম পারা, সূরা বাকারার শুরুতে আল্লাহ পাক তাকওয়াবানদের ৫টি গুণাবলী উল্লেখ করেছেন, অতঃপর ইরশাদ করেন:
اُولٰٓئِکَ عَلٰی ہُدًی مِّنْ رَّبِّہِمْ ٭
وَ اُولٰٓئِکَ ہُمُ الْمُفْلِحُوْنَ (۵)
(পারা ১, সূরা বাকারা, আয়াত ৫) কানযুল ঈমান থেকে অনুবাদ: সেসব লোক তাদের রবের পক্ষ থেকে হিদায়তের উপর প্রতিষ্ঠিত এবং তারাই সফলকাম।
অর্থাৎ যাদের মধ্যে এই ৫টি গুণাবলী রয়েছে, তাঁরাই আল্লাহ পাকের পক্ষ থেকে হিদায়তের উপর প্রতিষ্ঠিত আর ZuvivB n‡jv Avmj সফল। এই ৫টি গুণাবলী কী কী? এটা জানার জন্য তাফসীরে সীরাতুল জিনান থেকে সূরা বাকারার প্রথম রুকুর তাফসীর পাঠ করে নিন! এর মধ্য হতে একটি গুণ হলো; আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ بِالْاٰخِرَۃِ ہُمْ یُوْقِنُوْنَ ؕ(۴)
(পারা ১, সূরা বাকারা, আয়াত ৪) কানযুল ঈমান থেকে অনুবাদ: আর ciKv‡ji উপর নিশ্চিত বিশ্বাস রাখে।
জানা গেলো; যারা তাকওয়াবান হয় তারা আখিরাতের উপর বিশ্বাস রাখে। অর্থাৎ এই বিশ্বাস হলো পরিপূর্ণ বিশ্বাস, যাতে কণা cwigvYI সন্দেহ নেই। যখন কোন বিষয়ের ব্যাপারে এরূপ c~Y© বিশ্বাস হয়ে যায় তখন তা মন ও মননে ‡Qu‡q যায়, মানুষ এটা ছাড়া কিছু ভাবেই না।