Fikar Akhirat Karni Hai Zaroor

Book Name:Fikar Akhirat Karni Hai Zaroor

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আখিরাতের ভাবনা পাওয়ার আরো একটি পদ্ধতি হলো উত্তম mvnPh©, নেককার পরহেযগার, খোদাভীতি সম্পন্ন, আখিরাতের চিন্তা সম্পন্ন লোকের সাথে বসলে তবে اِنْ شَآءَ الله আমাদেরও আখিরাতের ভাবনা নসীব হবে উত্তম mvnPh© অর্জন করার জন্য দাওয়াতে ইসলামী ওয়ালা আশিকানে রাসূলের সাথে মাদানী কাফেলায় সফর করাকে অভ্যাসে cwiYZ করে নিন, নিজের শহরে হওয়া সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমায় অংশগ্রহY করুন, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদত্ত পুস্তিকা নেক আমল অনুযায়ী জীবন অতিবাহিত করার চেষ্টা করুন, প্রাপ্তবয়ষ্কদের মাদরাসাতুল মদীনায় অংশগ্রহY করে ফয়যানে কুরআন অর্জন করুন, اَلْحَمْدُ لِلّٰه শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা, মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রতি শনিবার ইশার নামাযের পর মাদানী চ্যানেলে সরাসরি মাদানী মুযাকারা করে থাকেন, এতে অংশগ্রহY করুন, সোশ্যাল মিডিয়া (অর্থাৎ ফেইসবুক, ইনস্টাগ্রাম, ওয়াটসআপ, টুইটার, ইউটিউবে দাওয়াতে ইসলামীর বিভিন্ন পেইজ বানানো রয়েছে, তা দেখুন আল্লাহ পাক আমলের তৌফিক দান করুক اٰمِیْن بِجَاہِ النَّبِیِّ الْاَمِیْن صلَّی اللہ علیہ واٰلہٖ وسلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

নেক আমল নাম্বার ২০ এর উৎসাহ

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আখিরাতের ভাবনা পেতে, পরকালxন জীবনের প্রস্তুতি নিতে, ‡bKx করতে এবং গুনাহ থেকে বাঁচতে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, ১২টি দ্বীনি কাজের g‡a¨ অধিকহারে অংশগ্রহY করুন, শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাতের প্রদত্ত ৭২টি নেক আমলএর উপর আমল করুন, এর বরকতে اِنْ شَآءَ الله সুন্নাতের অনুসাix হওয়া, নেকীর প্রতি আগ্রহী হওয়া এবং ঈমান হিফাযতের মানসিকতা তৈরী হবে। ৭২টি নেক আমলএর মধ্যে ২০ নাম্বার নেক আমল হলো: আজ কি আপনি দাওয়াতে ইসলামীর দ্বীনি কাজে নিজের নিগরানের প্রদত্ত শিডিউল অনুযায়ী কমপক্ষে দুই ঘন্টা দিয়েছেন? এই নেক