Book Name:Fikar Akhirat Karni Hai Zaroor
পাশাপাশি আমি তার mvÿx হবো (বা এরূপ ইরশাদ করেন যে,) আমি তার Rb¨mycvwik করবো। (শুয়াবুল ঈমান, ২/২১৮, হাদীস ১৫৮৩)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় নবীصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُঅর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল।(জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটিকাজেরc~‡e© ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার c~‡e©I ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন D`vwmbZv থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
মানুষ তাই পাবে, যা সে সামনে পাঠিয়েছে
একবার হযরত ওমর বিন আব্দুল Avwhh رَحْمَۃُ اللهِ عَلَیْہِ খলিফা সুলাইমান বিন আব্দুল মালেকের সাথে কোথাও সফরের জন্য রওয়ানা হলেন। (তখনকার যুগে উট এবং ঘোড়া ইত্যাদিতে সফর হতো আর খাদেমদের মাধ্যমে তাবু ও cÖ‡qvRbxq মালামাল c~‡e©B গন্তব্যে পাঠিয়ে দেয়া হতো, যাতে সেখানে পৌঁছাতে পৌঁছাতে তাবু প্রস্তুত হয়ে যায়), অতএব খলিফা সুলাইমান বিন আব্দুল মালেক ও অন্যান্য লোকেরা নিজেদের তাবু আগেই পাঠিয়ে দিয়েছে কিন্তু হযরত ওমর বিন আব্দুল Avwhh رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজের মালামাল ও তাবু c~‡e© পাঠাননি। যখন গন্তব্যে পৌঁছলেন তখন প্রত্যেকে নিজ নিজ তাবুতে চলে গেলেন।
কিন্তু হযরত ওমর বিন আব্দুল Avwhh رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে কোথাও দেখা যাচ্ছিলো না, খলিফা খাদেমদের বললেন: যাও! তাকে খুঁজো...! ‡LuvR Kiv n‡j তাঁকে এমন অবস্থায় পাওয়া গেলো যে, একটি গাছের নিচে বসে AS‡i কাঁদছেন। খলিফাকে অবহিত