Fikar Akhirat Karni Hai Zaroor

Book Name:Fikar Akhirat Karni Hai Zaroor

আমার মৃত্যু এসে যাবে অতঃপর ইরশাদ করেন: হে আদম সন্তান! যদি জ্ঞান রাখো তবে নিজেকে মৃতদের মধ্যে করো

(মওসুআতু ইবনে আবীদ দুনিয়া, কিতাব: কসরূল আকমল, /৩০৫, nvw`m: )

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চরিত্র কতইনা সুন্দর একটি w`Kআমাদের wcÖq bex صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মৃত্যুকে সর্বদা ¯§iY রাখতেন, অথচ তিনিAwni মাধ্যমে নিশ্চিতভাবে জানতেন যে, এখনই মৃত্যু আসবে না, দ্বীনcwic~Y© হবে, অতঃপর দুনিয়া থেকে বিদায়ের সময় আসবে, এরপরও তিনি মৃত্যুকে সর্বদা সামনে রাখতেন নিশ্চয় এটি আমরা গোলামদের শিক্ষার জন্যই * অন্যথায় তিনিতো জান্নাতের মালিক, তিনি kvwd‡q gvnkvi * তাঁর শাফায়াতেই উম্মত জান্নাতে যাবে * তাঁর সাথে আল্লাহ পাক মকামে মাহমুদ (অর্থাৎ m‡e©v”P সম্মানিত স্থান) এর ওয়াদা করেছেন * তাঁকে দুনিয়া থেকে যাওয়ার c~‡e© আল্লাহ পাক তাঁকে অধিকার দিয়েছেন যে, মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! দুনিয়ায় যদি অবস্থান করতে চান তবে আপনার ইচ্ছা, আমাদের নিকট আসতে চাইলে তবে এসে যান! এমনিতেই আম্বিয়ায়ে কিরামের عَلَیْهِمُ السَّلَام মৃত্যু শুধুমাত্র এক মুহুর্তের জন্য এসে থাকে * আমাদের আক্বা মাওলা, মক্কী মাদানী মুস্তফা
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আল্লাহ পাকের দানক্রমে এখনো তাঁর iIhv মুবারকে দুনিয়াবী জীবন সহকারে জীবিত আছেন

    হ্যাঁ! * আমরা আমাদের মৃত্যু সম্পর্কে জানিনা * মৃত্যুর সময় আমাদের ঈমান নিরাপদ থাকবে নাকি থাকবে না, আমরা জানিনা * মৃত্যুর পর আমাদের কবর জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত হবে, আমরা জানিনা * কিয়ামতের দিন আল্লাহ পাকের রহমত নসীব হবে নাকি হবে না * প্রিয় bex صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শাফায়াত অর্জিত হবে নাকি গুনাহের অপরাধে জাহান্নামে wb‡ÿc Kiv হবে * পুলসিরাত সহজতার সহিত অতিক্রম করতে পারবো নাকি পারবো না, আমরা জানিনা, কিন্তু আফসোস! Avgv‡`i মৃত্যুর কথা মনে থাকে না