Surah Fatiha

Book Name:Surah Fatiha

    উক্ত আয়াতটি তিলাওয়াত করার পর আল্লাহ পাকের শেষ নবী, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আমি কি তোমাকে মসজিদ থেকে বের হওয়ার পূর্বে পবিত্র কুরআনের সবচেয়ে মহিমান্বিত সূরাটি শেখাবো? অতঃপর নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমার হাত ধরলেন, তিনি যখন মসজিদ থেকে বের হতে লাগলেন, তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপনি না আমাকে বলেছিলেন কুরআনের সবচেয়ে মহিমান্বিত সূরাটি শিক্ষা দেবেন? তখন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: "اَلْحَمْدُ لِلّٰہِ رَبِّ الْعٰلَمِیْن" (অর্থাৎ সম্পূর্ণ সূরা ফাতিহা) এটি পবিত্র কুরআনের সবচেয়ে মহিমান্বিত সূরা এবং এটিই হলো সাবা' মাসানি (অর্থাৎ বারংবার পঠিত ৭টি আয়াত) যা আমাকে দান করা হয়েছে (বুখারী, ১১৭৮ পৃষ্ঠা, হাদীস: ৪৭০৩)

    হযরত উবাই ইবনে কা' رَضِیَ اللهُ عَنْہُ থেকেও অনুরূপ হাদীস বর্ণিত আছে, হযরত উবাই ইবনে কা' رَضِیَ اللهُ عَنْہُ একদিন নামায পড়ছিলেন প্রিয় নবী রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাকে আহ্বান করলেন, যেহেতু তিনি নামায পড়ছিলেন, তাই কোনো উত্তর দিলেন না, তারপর দ্রুত নামায শেষ করে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হলেন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন, হে উবাই! আমার কাছে আসতে কোন জিনিসটি তোমাকে বাধা দিয়েছিলো? তিনি বললেন: হে আল্লাহ পাকের রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমি নামায আদায় করছিলাম তাই উপস্থিত হতে পারি নি তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: তুমি কি পবিত্র কুরআনের আয়াতটি শোনো নি?

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اسۡتَجِیۡبُوۡا لِلّٰہِ وَ لِلرَّسُوۡلِ  اِذَا دَعَاکُمۡ  لِمَا یُحۡیِیۡکُمۡ ۚ

(পারা: , সূরা আনফাল: ২৪)