Book Name:Shan e Ali رضی اللہ عنہ Bazaban e Nabi ﷺ
পরপর তিনজন খলিফার কাছেও গেলাম, প্রত্যেকেই আমার দিক থেকে মূখ ফিরিয়ে নিলেন। ইতিমধ্যে আমার দৃষ্টি রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপর পড়লো, তাঁর দরবারে উপস্থিত হয়ে আরয করলাম: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ আমাকে পানি পান করাইনি বরং মূখ ফিরিয়ে নিয়েছেন। ইরশাদ করলেন: তিনি তোমাকে পানি কিভাবে পান করাবেন! তুমি তো আমার সাহাবাগণের প্রতি বিদ্বেষ রাখ! এটা শুনে আমি আমার আকিদা ভ্রান্ত হওয়ার ব্যাপারে নিশ্চিত হয়ে গেলাম আর খুব অনুতপ্ত হয়ে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বরকতময় হাতে সত্য অন্তরে তাওবা করলাম, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাকে এক পেয়ালা পানি দান করলেন, আমি তা পান করে নিলাম, অতঃপর আমার চোখ খুলে গেল। যখন থেকে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র হাত থেকে পানি পান করেছি, তখন থেকে আজ অবধি পিপাসার্ত হয়নি। এ স্বপ্ন দেখার পর আমি আমার পরিবার পরিজনকে তাওবা করার প্রতি উৎসাহিত করি তাদের মধ্যে যারা তাওবা করে মসলকে আহলে সুন্নাত ওয়াল জামাআত কবুল করেছে আমি তাদের সাথে সম্পর্ক রেখেছি, অন্যদের সাথে সম্পর্ক ছিন্ন করেছি।
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই বর্ণনা থেকে জানা গেলো, সত্যিকার মুসলমানের পরিচয় হচ্ছে, তারা সকল সাহাবায়ে কিরাম এর শান ও মাহাত্ম্যকে অন্তরে ধারন করে। যদি কোন ব্যক্তি কতিপয় সাহাবায়ে কিরাম عَلَيْهِمُ الرِّضْوَانْ এর প্রতি ভালোবাসা আর কতিপয় সাহাবায়ে কিরামের প্রতি বিদ্বেষ রাখে তবে তারা বিরাট ভূলের মধ্যে রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সকল সাহাবায়ে কিরাম ও আহলে বায়তের عَلَيْهِمُ الرِّضْوَانْ প্রতি সত্যিকার ভালোবাসা ও ভক্তি দান করুন। এর উপর অবিচলতা দান করুন এবং এই ভক্তি ভালোবাসায় সিক্ত অবস্থায় সবুজ গম্বুজের ছায়ায়, মাহবুবে খোদা এর জলওয়াতে শাহাদত, জান্নাতুল বাক্বীতে দাফন ও জান্নাতুল ফিরদাউসে তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এবং তাঁর প্রিয়ভাজনদের প্রতিবেশীত্ব দান করুন।
اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামী নেকীর দাওয়াত প্রসার ও সুন্নাতের সাড়া জাগানোর লক্ষ্যে ৮০ টিরও বেশি বিভাগে কাজ করে যাচ্ছে। তন্মধ্যে একটি বিভাগ হলো “নামাজের