Shan e Ali رضی اللہ عنہ Bazaban e Nabi ﷺ

Book Name:Shan e Ali رضی اللہ عنہ Bazaban e Nabi ﷺ

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ কে সন্তুষ্ট করার পদ্ধতি

    হযরত আল্লামা মুহিবুদ্দীন তাবারী رَحْمَةُ اللهِ عَلَيْهِ বর্ণনা করেন: যার সারমর্ম হচ্ছে; মুসলমানদের চতুর্থ খলিফা হযরত মাওলা আলী كَرَّمَ اللهُ وَجْهَهُ الْكَرِيْم এর খিলাফতকালে একদিন তিনি বাজারে তাশরীফ নিয়ে গেলেন, সেখানে এক মহিলাকে দাঁড়িয়ে কাঁদতে দেখে মাওলায়ে কায়েনাত মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ তার কাছে কান্নার কারণ জিজ্ঞাসা করলে সে বলল: আমি একজন ক্রীতদাসী, অমুক দোকান থেকে কয়েক দিরহামের খেজুর ক্রয় করেছিলাম কিন্তু আমার মালিকের তা পছন্দ হয়নি বিধায় সে খেজুর ফেরত দিয়েছে, এখন দোকানদার খেজুর ফেরত নিচ্ছেনা, এজন্য আমি চিন্তিত। হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ সে খেজুর বিক্রেতার কাছে ঐ মহিলার জন্য সুপারিশ করে বললেন: খেজুর ফেরত দিয়ে এ বেচারীর দিরহাম দিয়ে দিন, সে একজন ক্রীতদাসী, সে নিজের মর্জী মোতাবেক চলতে পারেনা। হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ বড়ই বিনয়ী ছিলেন, আজকাল রাজা বাদশাহগণ কোথাও গেলে পুরো প্রোটোকল সহকারে যায়, সিকিউরিটি গার্ড সঙ্গে থাকে, হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُএর সাথে এধরনের নিরাপত্তারক্ষী ও অধিক সংখ্যক সৈন্যবাহিনী ছিলোনা, তিনি একজন সাধারণ মানুষের মত বাজারে তাশরীফ এনেছিলেন, তাই খেজুর বিক্রেতা তাঁকে চিনতে পারেনি। হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ যখন ঐ মহিলার জন্য সুপারিশ করলো তখন দোকানদার হযরত আলী  رَضِیَ اللهُ عَنْہُ কে ধাক্কা দিলো লোকজন এ দৃশ্য দেখে দোকানদারকে বলল: তুমি কি জানো যাঁকে তুমি ধাক্কা দিয়েছ, তিনি কে? সে বলল: না, আমি জানিনা। তারা