Book Name:Shan e Ali رضی اللہ عنہ Bazaban e Nabi ﷺ
আলী رَضِیَ اللهُ عَنْہُ এর প্রতি ভালোবাসার প্রথম দাবী (১)
আলী رَضِیَ اللهُ عَنْہُ এর প্রতি ভালোবাসার প্রথম দাবী কিংবা প্রথম নিদর্শন হচ্ছে, হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ এর ভালোবাসার পাশাপাশি তাঁর বন্ধু তথা সাহাবায়ে কিরাম এর ভালোবাসাও অন্তরে থাকতে হবে, যে ব্যক্তি আলী رَضِیَ اللهُ عَنْہُ এর ভালোবাসার দাবী করবে আর সাহাবায়ে কিরাম عَلَيْهِمُ الرِّضْوَانْ কে গালিগালাজ বরবে, এমন লোক হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ এর প্রকৃত প্রেমিক হতে পারেনা। দেখুন! হযরত আলীউল মুরত্বাদা, শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ স্বয়ং বলেন: রাসূলে করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পর সর্বোত্তম হচ্ছেন, আবু বকর ও ওমর رَضِیَ اللهُ عَنْہُمَا, এরপর বলেন: لَا يَجْتَمِعُ حُبِّىْ وَبُغْضُ اَبِىْ بَكْرٍ وَّ عُمَرَ فِىْ قَلْبِ مُؤْمِنٍ আমার ভালোবাসা এবং আবু বকর ও ওমর رَضِیَ اللهُ عَنْہُمَا এর বিদ্বেষ কোন মুমিনের অন্তরে একত্রিত হতে পারেনা।
বুঝা গেলো; যে ব্যক্তি হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ এর ভালোবাসার দাবী করে কিন্তু হযরত আবু বকর ও ওমর কে ভালো-মন্দ বলে, তার ভালোবাসা সত্যিকার ভালোবাসা নয় বরং সে ভালোবাসার দাবীতে মিথ্যুক।
কখনো পিপাসার্থ না হওয়ার বিরল রহস্য
হযরত আবু মুহাম্মদ আব্দুল্লাহ মুহতাদী رَحْمَةُ اللهِ عَلَيْهِ বলেন: আমি হজ্ব করার সৌভাগ্য অর্জন করছিলাম। হেরম শরীফে এক ব্যক্তির ব্যাপারে জানতে পারলাম: সে কখনো পানি পান করেনা! আমি বড়ই আশ্চর্য হলাম, তার সাথে সাক্ষাৎ করে কারণ জিজ্ঞাসা করলে সে বলল: আমি হিল্লার অধিবাসী, একরাতে আমি স্বপ্নে কিয়ামতের ভয়ানক দৃশ্য দেখলাম, নিজেকে তীব্র পিপাসায় কাতর অবস্থায় পেলাম এবং যেকোনভাবে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বরকতময় হাউযের পাশে পৌঁছলাম, সেখানে হযরত আবু বকর সিদ্দীক, হযরত ওমর ফারুকে আযম, হযরত উসমান গনী এবং হযরত মাওলা আলী, শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُمْ কে উপস্থিত পেলাম এবং তাঁরা মানুষকে পানি পান করাচ্ছিলেন। আমি মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর খিদমতে উপস্থিত হয়ে গেলাম কেননা আমি এতে গর্ববোধ করতাম: আমি তাঁকে অনেক ভালোবাসি এবং তিনজন খলিফার মধ্যে তিনি সর্বোত্তম, কিন্তু এটা কি হয়ে গেলো! তিনি আমার দিক থেকে মূখ ফিরিয়ে নিলেন! যেহেতু পিপাসা তীব্র ছিল, তাই