Book Name:Shan e Ali رضی اللہ عنہ Bazaban e Nabi ﷺ
সাক্ষাৎ করবে, সেটার প্রতিদান দেয়া আমার জন্য আবশ্যক। (তারীখে বাগদাদ, ১০/১০২, হাদীস: ৫২২১) * সৈয়দগণের সম্মান করা ফরজ, তাঁদের অসম্মান করা হারাম। (কুফরী কালিমাত কে বারে সাওয়াল জাওয়াব, ২৭৭ পৃষ্ঠা) * সৈয়দগণের সম্মান করার মৌলিক কারণ হচ্ছে, তাঁরা রাসূলে পাক
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দেহের টুকরো। (সাদাতে কিরাম কী আযমত, ৭ পৃষ্ঠা) * আল্লাহ পাকের রহমত হয়ে আগমণকারী নবী صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ইজ্জত ও সম্মান করার মধ্যে এটাও একটা রয়েছে: ঐ সমস্ত বিষয় যা প্রিয় নবী, হুযুর পুরনূর صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে সম্পৃক্ত ঐসব কিছুকে সম্মান করা।
(আশ শিফা, আল বাবুস সালিস ফী তা’যীমী আমরিহী, ২ পৃষ্ঠা, ২য় খন্ড)
ঘোষণা
সৈয়দগণের সম্মানের অবশিষ্ট মাদানী ফুল তরবিয়তী হালকাতে বয়ান করা হবে, সুতরাং তা জানার জন্য তারবিয়তী হালকাতে অবশ্যই অংশগ্রহণ করুন।
صَلُّوْاعَلى الْحَبِيْب! صَلَّى اللهُ عَلٰى مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ
الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন।
(আফযালুস সালাওয়াতি আ’লা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍوَّعَلٰى اٰلِهٖ وَسَلِّمْ