Shan e Ali رضی اللہ عنہ Bazaban e Nabi ﷺ

Book Name:Shan e Ali رضی اللہ عنہ Bazaban e Nabi ﷺ

সাপ্তাহিক মাদানী মুযাকারাতে অংশগ্রহণ করুন, সাপ্তাহিক রিাসালা পাঠ করুন, তাফসীরে সীরাতুল জিনান, ফয়যানে সু্ন্নাত, ফয়যানে নামাজ ইত্যাদি ক্রয় করে পাঠ করুন, দাওয়াতে ইসলামীর আইটি ডিপার্টমেন্ট নামে মোবাইল এপ্লিকেশন তৈরী করেছে, এতে মাকতাবাতুল মদীনা কতৃক প্রকাশিত প্রায় সকল কিতাব রয়েছে, নিজের মোবাইলে এই এপ্লিকেশন ইনস্টল করে বিনামূল্যে বই ডাউনলোড করে পাঠ করুন, অগণিত জ্ঞান অর্জিত হবে

    হযরত মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ দ্বীনের সহায়তার ক্ষেত্রে দৃঢ় সংকল্পের অধিকারী ছিলেন, সুতরাং আলী  এর প্রেমিকদেরও উচিত দ্বীনের খুব বেশি খিদমত করা, নেকীর দাওয়াতের সাড়া জাগানো, মন্দ কাজে বাধা প্রদান করুন, দ্বীনের খিদমতের জন্য সাহসী ভূমিকা রাখুন অগ্রসর হয়ে দ্বীন ইসলামের খিদমত করতে থাকুন

       হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ প্রজ্ঞাময় কথাবার্তা বলতেন, আমাদেরও উচিত অহেতুক কথাবার্তা থেকে বেঁচে থাকা, উত্তম চিন্তা করা, উত্তম কথা বলা  হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ রাতের অন্ধকারে ইবাদত করতে পছন্দ করতেন আমাদেরও উচিত অধিকহারে আল্লাহ পাকের ইবাদত করা, ফরজ ওয়াজিব সমূহ আদায় করার পাশাপাশি রাতে উঠে একাকী খুব বেশি পরিমাণে ইবাদতের স্বাদ গ্রহণ করা হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতেন, আসুন আমরাও খোদাভীতি অবলম্বন করি, কখনো জাহান্নামের শাস্তির কথা কল্পনা করি, বিভিন্ন আযাবের আলোচনা অধ্যয়ন করি, কখনো কবরস্থানে উপস্থিত হয়ে পরকালের চিন্তা করি এবং আল্লাহ পাকের ভয়ে অশ্রু বিসর্জন করিহযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ নিজের আমলের পর্যবেক্ষণ করতেন, সালামে অগ্রগামী হতেন, পরহেজগারদের সম্মান করতেন এবং গরীব মিসকীনদের ভালোবাসতেন, আমাদেরও উচিত প্রতিদিন নিজের আমলের পর্যবেক্ষণ করা, শায়খে ত্বরীকত, আমীরে আহলে সুন্নাত নেককার হওয়ার সর্বোত্তম ব্যবস্থাপত্র অর্থাৎ নেক আমল পুস্তিকা দান করেছেন, সৌভাগ্যের বিষয় হবে! এই পুস্তিকা মাকতাবাতুল মদীনা থেকে সংগ্রহ করা, অথবা Naik Amaal নামক মোবাইল এপ্লিকেশন ইনস্টল করে সেটা অনুযায়ী নিজের আমলের পর্যবেক্ষণ অভ্যাস গড়ে তোলা গরীবদের ভালোবাসুন, ওলামায়ে কিরাম নেককার লোকদের সম্মান করুন