Shan e Ali رضی اللہ عنہ Bazaban e Nabi ﷺ

Book Name:Shan e Ali رضی اللہ عنہ Bazaban e Nabi ﷺ

                        سُبْحَانَ الله! سُبْحَانَ الله!! হে আশিকানে রাসূল! হাদীসে পাকে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সুস্পষ্ট ইরশাদ করলেন: হযরত আলী সকল মুসলমানের মাওলাহাকীমূল উম্মত মুফতী আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَةُ اللهِ عَلَيْهِ বলেন: এখানে وَلِى (তথা مَوْلى) অর্থ খলিফা তথা প্রতিনিধি নয় বরং এর অর্থ হচ্ছে: বন্ধু কিংবা সাহায্যকারী অর্থাৎ প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণীর সারমর্ম হচ্ছে: আমি যার মাহবুব সাহায্যকারী, আলীও তার প্রিয়পাত্র সাহায্যকারী

    হে আশিকানে সাহাবা আহলে বাইত! এখান থেকে এটাও জানা গেলো যে ইয়া আলী মদদ বলা জায়িজ কেননা আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানের মাওলা (অর্থাৎ প্রিয়পাত্র সাহায্যকারী) সুতরাং হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেক মুসলমানের প্রিয়পাত্র সাহায্যকারী, যখন তিনি আমাদের সাহায্যকারী তবে তাঁর কাছে সাহায্য চাওয়া কিভাবে না জায়িজ হতে পারে? সুতরাং কোন বিপদাপদ, দুশ্চিন্তা, দুঃখ দুর্দশা আসে তখন ইয়া আলী মদদ বলে আহ্বান করুন! اِنْ شَاءالله الْكَرِيْم! মাওলা আলী মুশকিল কোশা رَضِیَ اللهُ عَنْہُ অবশ্যই দয়া করবেন সাহায্য করবেন اِنْ شَاءالله الْكَرِيْم

নাদে আলী এর বিভিন্ন বরকত

    শাহ মুহাম্মদ গাউস গোয়ালিয়ারী رَحْمَةُ اللهِ عَلَيْهِ এর রচিত একটি কিতাব রয়েছে যার নাম হচ্ছে: জাওয়াহেরে খামছা কিতাবে ওযীফা সমূহ লিখা হয়েছে, অনেক প্রসিদ্ধ কিতাব, বড় বড় ওলামায়ে কিরাম, আউলিয়ায়ে কিরাম এমনকি পাক ভারতের অনেক বড় মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী رَحْمَةُ اللهِ عَلَيْهِ কিতাবে লিখিত ওযীফা সমূহের অনুমতি দিয়েছেন, সায়্যিদী লা হযরত رَحْمَةُ اللهِ عَلَيْهِ এই কিতাবের প্রশংসা করেছেন উক্ত কিতাবে নাদে আলী পাঠ করার প্রতিও উৎসাহ দেয়া হয়েছে নাদে আলী হচ্ছে এটা-

نَادِ عَلِيًّامَظْهَرَ الْعَجَائِبِ تَجِدْهُ عَوْنًالَّكَ فِى النَّوَائِبِ كُلُّ هَمٍّ وَّغَمٍّ  سَيَنْجَلِىْ بِنُبُوَّتِكَ يَا مُحَمَّدُ بِوَلَايَتِكَ يَا عَلِىُّ  يَا عَلِىُّ  يَا عَلِىُّ

    অনুবাদ: হযরত আলী কে আহ্বান করো যিনি আশ্চর্য বিষয়ের প্রকাশস্থল, তাঁকে সকল বিপদাপদে নিজের সাহায্যকারী হিসেবে পাবে, প্রতিটি দুঃখ ও বেদনা দূর হয়ে যাবে