Shan e Ali رضی اللہ عنہ Bazaban e Nabi ﷺ

Book Name:Shan e Ali رضی اللہ عنہ Bazaban e Nabi ﷺ

          হযরত মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর পবিত্র জীবনের এসব উত্তম গুণাবলীর অনুসরণ করলে اِنْ شَاءالله الْكَرِيْم মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর ভালোবাসাও নসিব হবে, তা আরো বৃদ্ধি পেয়ে আল্লাহ পাকের দয়া মেহেরবানীতে নাজাতের উসিলা হয়ে যেত

صَلُّوْاعَلى الْحَبِيْب!                     صَلَّى اللهُ عَلٰى مُحَمَّد

৩৪ নং নেক আমলের উৎসাহ প্রদান:

    হে আশিকানে রাসূল! নিজের জীবনকে উদ্দেশ্যপূর্ণ করতে, খোদাভীতি ইশ্‌কে রাসূল অর্জন করতে, ভালো কাজ করা ঈমান হিফাজতের চিন্তাধারা সৃষ্টি করার জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং যেলী হালকার ১২ দ্বীনি কাজে উৎসাহের সাথে অংশগ্রহণ করুন! দ্বীন দুনিয়ার অনেক বরকত নসীব হবে ৭২টি নেক আমলের উপর আমল করুন, শায়খে ত্বরীকত, আমীরে আহলে সুন্নাত এর প্রদানকৃত ৭২টি নেক আমল থেকে ৩৪নং নেক আমল হচ্ছে: আজ আপনি আওয়াবিন কিংব ইশরাক, চাশতের নফল নামাজ আদায় করেছেন? নেক আমলের উপর আমল করার বরকতে আমাদের ফরজ নামাজের পাশাপাশি অন্যান্য নফল নামাজ নিয়মিত আদায় করার সৌভাগ্য অর্জন হবে

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ানকে সমাপ্ত করার পূর্বে সুন্নাতের ফযীলত এবং কিছু দৈনন্দিন জীবন যাপনের আদব তথা আচার আচরণ পদ্ধতি বয়ান করার সৌভাগ্য অর্জন করছি নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে (মূলত) আমাকে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো, সে জান্নাতে আমার সাথে থাকবে

সৈয়দগণের সম্মান প্রদর্শনের মাদানী ফুল:

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! সৈয়দ বংশের প্রতি সম্মান প্রদর্শনের ব্যাপারে কিছু মাদানী ফুল শুনার সৌভাগ্য অর্জন করি। সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দু’টি বাণী লক্ষ্য করুন। (১)  ইরশাদ করেন: যে ব্যক্তি আমার আহলে বাইত থেকে কারো সাথে উত্তম আচরণ করবে, আমি কিয়ামতের দিন সেটার প্রতিদান তাকে দান করব। (জামে সগীর, ৫৩৩ পৃষ্ঠা, হাদীস: ৮৮২১) (২) আরো ইরশাদ করেন: যে ব্যক্তি আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্য থেকে কারো সাথে দুনিয়াতে উত্তম আচরণ করবে, যখন সে কিয়ামতের দিন আমার সাথে