Shan e Ali رضی اللہ عنہ Bazaban e Nabi ﷺ

Book Name:Shan e Ali رضی اللہ عنہ Bazaban e Nabi ﷺ

স্বপ্নযোগে হলেও তাশরীফ নিয়ে আসতেন আর আমরা গুনাহগারদেরকে দীদারের সুধা পান করা নসিব হয়ে যেতো

(হাদীস নং- ৩) আলী رَضِیَ اللهُ عَنْہُ এর ভালোবাসা

ঈমানের নিদর্শন

    মুসলিম শরীফের একটি হাদীস শরীফ আর বর্ণনাকারী হচ্ছেন স্বয়ং আলীউল মুরত্বাদা رَضِیَ اللهُ عَنْہُ তিনি বলেন: সত্তার শপথ! যিনি বীজকে বৃক্ষে পরিণত করেন, সত্তার শপথ! যিনি আত্মাকে সৃষ্টি করেছেন, নি:সন্দেহে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমার সাথে ওয়াদা করেছেন যে, اَنْ لَّا يُحِبَّنِىْ اِلَّا مُؤْمِن وَاَنْ لَّا يُبْغِضُنِىْ اِلَّا مُنَافِق অর্থাৎ আমাকে মুমিনরাই ভালবাসবে আর মুনাফিকরা আমার সাথে অন্তরে শত্রুতা রাখবে

(মুসলিম শরীফ, কিতাবুল ঈমান, ৫০ পৃষ্ঠা, হাদীস: ৭৮)

    হে আশিকানে সাহাবা আহলে বাইত! হাদীসে পাক থেকে বুঝা গেলো, হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ এর ভালোবাসা ঈমানের নিদর্শন এবং হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ এর শত্রুতা পোষণ করা আল্লাহ পাকের পানাহ! মুনাফিকের লক্ষণআল্লামা ইবনে হাজর رَحْمَةُ اللهِ عَلَيْهِ লিখেন: সাহাবায়ে কিরামগণ عَلَيْهِمُ الرِّضْوَانْ এর মাঝে পদ্ধতি প্রচলিত ছিলো; কারো ঈমান মুনাফিকী যাচাই করার প্রয়োজন হতো তবে আলী رَضِیَ اللهُ عَنْہُ এর প্রতি ভালোবাসা শত্রুতার দ্বারাই যাচাই করতেন, যার মাঝে হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ এর প্রতি বিদ্বেষ দেখতেন তখন তারা বুঝে নিতেন; সে মুনাফিক

    سُبْحَانَ الله! আল্লাহ পাক আমাদেরকেও মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর প্রতি সত্যিকার ভালোবাসা দান করুন, আমাদের বক্ষকে আলী رَضِیَ اللهُ عَنْہُ এর ভালোবাসার খনী বানিয়ে দিন

اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

কেবল সত্যিকারের ভালোবাসাই হলো প্রকৃত ভালোবাসা

    প্রিয় ইসলামী ভাইয়েরা! এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, আর তা হচ্ছে হযরত আলীউল মুরত্বাদা رَضِیَ اللهُ عَنْہُ এর প্রতি সর্বপ্রকার ভালোবাসা নাজাত তথা মুক্তিদানকারী নয়, আলী رَضِیَ اللهُ عَنْہُ এর প্রতি কিছু ভালোবাসা এমনও রয়েছে: যা মুক্তির পরিবর্তে ধ্বংসকারী হয়ে থাকে, যেমন হাদীসে পাকে রয়েছে আর এ হাদীসে পাকের বর্ণনাকারী হচ্ছে স্বয়ং মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ, তিনি বলেন: একদিন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ