Shan e Ali رضی اللہ عنہ Bazaban e Nabi ﷺ

Book Name:Shan e Ali رضی اللہ عنہ Bazaban e Nabi ﷺ

সময়সুচী নির্ণয়ক বিভাগ”। যা সময় নির্ণয়ক বিদ্যার মাধ্যমে, সূর্যোদয়, সূর্যাস্ত এবং কিবলার দিক সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করেছেاَلْحَمْدُ لِلّٰه নামাজের সময়সূচী নির্ণয়ক বিভাগ পর্যন্ত কেবল সময় নির্ণয়ক বিজ্ঞানের নীতিমালা অনুযায়ী অসংখ্য শহরের নামাজের সময়সূচীর চিত্র তৈরী করেনি বরং এক্ষেত্রে আরও একধাপ এগিয়ে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন  দাওয়াতে ইসলামীর একটি প্রিয় বিভাগ আইটি ডিপার্টমেন্ট এর সহযোগিতায় একটি Preyer Times নামক এপ্লিকেশনও চালু করেছে যা মোবাইল ইত্যাদিতে নামাজের সময় সনাক্ত করতে খুবই কার্যকর যেমন কম্পিউটার (ডেস্কটপ এপ্লিকেশনের মাধ্যমে পৃথিবীর প্রায় ২৭ লক্ষ স্থান এবং মোবাইলের মাধ্যমে প্রায় ১০ হাজার স্থানের সহজেই নামাজের সঠিক সময় কিবলার দিক নির্ণয় করা যাবে

    নামাজের সময়সুচী সংক্রান্ত যে কোন সমস্য কিংবা পরামর্শ থাকলে বিভাগের সদস্য দায়িত্বশীলদের সাথে আন্তর্জাতিক মারকায, ফয়যানে মদীনা, বাবুল মদীনা, করাচীতে ফোন কিংবা ইমেইলের এড্রেস (prayer@dawateislami.net) এর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন

(২) আলী رَضِیَ اللهُ عَنْہُ এর ভালোবাসার দ্বিতীয় দাবী

    প্রসিদ্ধ মুহাদ্দিস, হাকীমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَةُ اللهِ عَلَيْهِ বলেন: হযরত আলীউল মুরত্বাদা, শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ এর সত্যিকার ভলোবাসার একটি নিদর্শন হলো; আমল করার ক্ষেত্রে তাঁর অনুসরণ করবে, বিরোধিতা করবেনা

    এর অর্থ হচ্ছে: যে ব্যক্তি যাকে ভালোবাসে সে তাঁর আচার আচরণের অনুসরণ করে তাই যারা হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ কে ভালোবাসে সে কেবল ভালোবাসার দাবীই করবেনা বরং তাঁর কাজ কর্মে ও বাচনভঙ্গীতে হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ এর অনুসরণ করবে। যেমন হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ অতুলনীয় আলিমে দ্বীন ছিলেন, সুতরাং আমাদেরও উচিত ইলমে দ্বীন অর্জন করা, শাওয়ালুল মুকাররমে জামেয়াতুল মদীনাতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে, জামেয়াতুল মদীনাতে ভর্তি হোন, আলিম কোর্স সম্পন্ন করুন, আলিম হোন, মুফতী হোন, এছাড়া দাওয়াতে ইসলামীর অধিনে বিভিন্ন ধরনের শর্ট কোর্স করানো হয়, যেমন ফয়যানে ফরজ উলূম কোর্স, ফয়যানে নামায কোর্স, আমল সংশোধন কোর্স, ফয়যান অনলাইন একাডেমীতে অনেকগুলো কোর্স অনলাইনে করানো হয়, তাতে ভর্তি হয়ে যান,