Shan e Ali رضی اللہ عنہ Bazaban e Nabi ﷺ

Book Name:Shan e Ali رضی اللہ عنہ Bazaban e Nabi ﷺ

    হে আশিকানে রাসূল! আসুন! মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর শান মহত্ব সম্পর্কে কিছু হাদীসে পাক শুনার সৌভাগ্য অর্জন করি:

(হাদীস নং- ১) আমি যার মাওলা, আলী তার মাওলা

    বিদায় হজ্জের সময়কার ঘটনা (আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জাহেরী হায়াতে মুবারাকার সর্বশেষ হজ্ব, সেটাকে হাজ্জাতুল বিদা বা বিদায় হজ্ব বলা হয়) সময় প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হজ্ব আদায় করার পর মদীনা মুনাওয়ারা তাশরীফ নিয়ে যাচ্ছিলেন, পথে একটি স্থান রয়েছে যার নাম হচ্ছে গদীরে খোম হযরত বারা বিন আযিব رَضِیَ اللهُ عَنْہُ বলেন: গদীরে খোম নামক স্থানে রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অবস্থান করেন, একটি গাছের ছায়ায় তাঁর জন্য জায়গা পরিষ্কার করা হলো, সেখানে তিনি যোহরের নামায আদায় করলেন, নামাযের পর প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাহাবায়ে কিরামগণকে عَلَيْهِمُ الرِّضْوَانْ সম্বোধন করে ইরশাদ করেন: اَلَسْتُمْ تَعْلَمُوْنَ اَنِّى اَوْلٰى بِالْمُؤْمِنِيْنَ مِنْ اَنْفُسِهِمْ অর্থাৎ (হে আমার সাহাবীগণ!) তোমরা কি জানো না যে, আমি মুসলমানদের তাদের প্রাণের চেয়েও বেশি মালিক  সাহাবায়ে কিরামগণ عَلَيْهِمُ الرِّضْوَانْ আরয করলেন: بَلٰى অর্থাৎ কেন নয় (ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিশ্চয় আপনি আমাদের প্রাণের চেয়েও অধিক মালিক) রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আবারো ইরশাদ করলেন: اَلَسْتُمْ تَعْلَمُوْنَ اَنِّى اَوْلٰى بكُلِّ مُؤْمِنٍ مِنْ اَنْفُسِهِمْ তোমরা কি জানো না আমি প্রত্যেক মুসলমানের প্রাণের চেয়েও অধিক মালিক? সাহাবায়ে কিরামগণ عَلَيْهِمُ الرِّضْوَانْ এবারও আরয করলেন: بَلٰى কেন নয় (ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আপনি আমাদের প্রত্যেকের প্রাণের চেয়ে অধিক মালিক) এবার রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হাসানাইনে করীমাইন তথা হযরত ইমাম হাসান হোসাইন এর সম্মাণিত পিতা মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর হাত নিজের হাত মোবারকে নিয়ে নিলেন আর ইরশাদ করলেন:
مَنْ كُنْتُ مَوْلَاهُ فَعَلِىٌ مَوْلَاهُ আমি যার মাওলা আলীও তার মাওলাঅতঃপর তিনি দোয়া করলেন: اَللّٰهُمَّ وَالِ مَنْ وَالَاهُ وَ عَادِ مَنْ عَادَاهُ হে আল্লাহ পাক! যে আলীকে ভালবাসবে তুমিও তাকে ভালবাসো আর যে আলীর সাথে শত্রুতা রাখবে তুমিও তার সাথে শত্রুতা রাখো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد